সংক্ষিপ্ত
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপ থেকে অনেক দূরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে লিগ টেবলে উপরের দিকে শেষ করতে পারে এরিক টেন হ্যাগের দল।
রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ১৭ মিনিটে র্যাসমাস হয়েলুন্ডের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। ৬৭ মিনিটে ডগলাস লুইজের গোলে সমতা ফেরায় অ্যাস্টন ভিলা। এরপর ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। তবে ৮৬ মিনিটে ম্যান ইউয়ের হয়ে জয়সূচক গোল করেন স্কট ম্যাকটমিনে। এই জয়ের ফলে ২৪ ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকল ম্যান ইউ। এদিনের ম্যাচে হেরে গেলেও, ২৪ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরেই থাকল অ্যাস্টন ভিলা।
সতীর্থদের কৃতিত্ব দিচ্ছেন ম্যাকটমিনে
পরিবর্ত হিসেবে খেলতে নেমে জয়সূচক গোলের পর ম্যাকটমিনে বলেছেন, ‘আমার মনে হচ্ছে, যতক্ষণ আমি শারীরিকভাবে সক্ষম ও স্বাস্থ্যবান আছি ততক্ষণ মাঠে নেমে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করব। তবে আমি নিজের কথা ভাবছি না। আমি মাঠে নেমে দলের জন্য সেরা পারফরম্যান্স দেখাতে চাই। আশা করি আরও অনেকদিন খেলতে পারব। আমি যে ক্রস থেকে গোল করেছি, সেই ক্রস দুর্দান্ত ছিল। বেশ গতিতে আমার দিকে এসেছিল বল। আমাকে শুধু বলে মাথা ঠেকিয়ে গোলের মধ্যে রাখতে হত। সতীর্থদের সম্পূর্ণ কৃতিত্ব দিতে হবে। আমরা গোলের অনেক সুযোগ তৈরি করেছি। সেগুলি হয়তো অনেকের দৃষ্টি এড়িয়ে গিয়েছে।’
হ্যারি ম্যাগুয়ারের ভালো পারফরম্যান্স
সোশ্যাল মিডিয়ায় যতই ট্রোল করা হোক না কেন, রবিবার ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ম্যান ইউয়ের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার। তিনি দলের রক্ষণকে ভরসা দিয়েছেন। ম্যাচের পর এই ডিফেন্ডার বলেছেন, ‘আমরা ম্যাচের শুরুটা ভালোভাবে করি। যোগ্য দল হিসেবেই প্রথমে গোল করে এগিয়ে যাই। তারপর আমাদের আক্রমণের ধার কমে যায়। আমরা ওদের ম্যাচে ফেরার সুযোগ দিই। তবে আমরা দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফিরি। স্কট ফের ম্যাচ জেতাল। অসাধারণ অনুভূতি হচ্ছে। তবে আমরা আর একটু সহজে ম্যাচ জিততে চাই।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Arsenal: ওয়েস্টহ্যামকে ৬-০ উড়িয়ে লিভারপুল, ম্যান সিটিকে তাড়া আর্সেনালের
Premier League: এভার্টনের বিরুদ্ধে সহজ জয়, লিভারপুলকে চাপে ফেলে দিল ম্যান সিটি
Suryakumar Yadav: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তির সঙ্গে জার্সি বিনিময় সূর্যকুমারের