সংক্ষিপ্ত

গত এক দশকে খুব একটা সাফল্য পায়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে চলতি মরসুমের শেষে গুরুত্বপূর্ণ ট্রফি জিতে নতুন মরসুমের জন্য আশার আলো দেখছে ম্যান ইউ।

ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে উজ্জীবিত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হল ম্যান ইউ। এদিন শুরু থেকেই ম্যান সিটিকে চাপে ফেলে দেন মার্কাস র‍্যাশফোর্ডরা। ৩০ মিনিটে প্রথম গোল করেন আলেজান্দ্রো গার্নাচো। ৯ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান কোবি মাইনু। শেষদিকে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ম্যান সিটি। ৮৭ মিনিটে ব্যবধান কমান জেরেমি ডকু। তবে তাতে কোনও লাভ হয়নি। পরপর ৪ মরসুম ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া ম্যান সিটি এদিন ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে খেতাব জিতে নিল ম্যান ইউ।

১৩ বার এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যান ইউ

চলতি মরসুমে কোনও ট্রফি পাওয়ারই আশা ছিল না ম্যান ইউয়ের। এফএ কাপ ফাইনালে ম্যান সিটিই জয় পাবে বলে সবাই ধরে নিয়েছিলেন। কিন্তু এদিন ম্যান সিটিকে টেক্কা দিল ম্যান ইউ। দীর্ঘদিন পর ম্যাঞ্চেস্টার শহরের রং হয়ে উঠল লাল। এই নিয়ে ১৩ বার এফএ কাপ জিতল ম্যান ইউ। দল চ্যাম্পিয়ন হওয়ায় ম্যানেজার এরিক টেন হ্যাগকে বরখাস্ত করার বদলে দায়িত্বে রেখে দিতে পারে ম্যান ইউ ম্যানেজমেন্ট।

নজির গড়ার সুযোগ হারাল ম্যান সিটি

গত মরসুমে ত্রিমুকুট জিতেছিল ম্যান সিটি। তবে এবারের মরসুমে সেই পারফরম্যান্স দেখাতে পারল না পেপ গুয়ার্দিওলার দল। তবে এদিন এফএ কাপ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথম দল হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে পরপর দুই মরসুমে দ্বিমুকুট জেতার নজির গড়ত ম্যান সিটি। কিন্তু সেই নজির গড়তে পারলেন না ফিল ফডেনরা। এফএ কাপ ফাইনালে হতাশাজনক পারফরম্যান্স দেখাল ম্যান সিটির রক্ষণ। এর ফলেই হারতে হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইউরো কাপের পরই ফুটবলকে বিদায় জানাবেন এই ফরাসি স্ট্রাইকার, কিন্তু কেন?

Xavi Hernandez: ব্যর্থতার জেরে বরখাস্ত জাভি হার্নান্ডেজ, বার্সেলোনার নতুন কোচ হওয়ার দৌড়ে হ্যান্সি ফ্লিক

2024 Copa América: ফুটবলে নতুন নিয়ম, কোপা আমেরিকায় চালু হচ্ছে গোলাপি কার্ড