সংক্ষিপ্ত
বিশ্বকাপে এখনও পর্যন্ত লিওনেল মেসি মোট ম্যাচ খেলেছেন ২২টি। গোল সংখ্যা ৮। ফুটবলের ঈশ্বরের রেকর্ড ভেঙে এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় শীর্ষে মেসি।
পোল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নিজের গোল সংখ্যা বাড়াতে না পারলেও নক-আউটে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে একটি গোল করতে পারলেই দিয়েগোর রেকর্ডকে ছাপিয়ে যেতেন মেসি। সুযোগও এসেছিল বেশ কয়েকবার। ম্যাচ শুরুর ৩৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। এরপরও বেশ কয়েকবার শট নিয়েও গোল করতে ব্যর্থ হন লিও। ফলে এই ম্যাচে একটিও গোল আসেনি মেসির ঝুলিতে। কিন্তু এই ম্যাচে একটিও গোল করতে পারলে কিংবদন্তী দিয়েগো মারাদোনার গোল সংখ্যাকেও ছাপিয়ে যেতেন লিও। তবে এই সুযোগ হাত ছাড়া হলেও পোল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে অন্য এক রেকর্ড গড়লেন তিনি। মারাদোনার রেকর্ড ভেঙ্গে লিও এই মুহূর্তে বিশ্বকাপে আর্জ্জেন্টিনার সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। বিশ্বকাপে দিয়েগো মোট ম্যাচ খেলেছেন ২১টি, গোল সংখ্যা ৮। বিশ্বকাপে এখনও পর্যন্ত লিওনেল মেসি মোট ম্যাচ খেলেছেন ২২টি। গোল সংখ্যা ৮। ফুটবলের ঈশ্বরের রেকর্ড ভেঙে এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় শীর্ষে মেসি।
নতুন রেকর্ড প্রসঙ্গে মেসিকে প্রশ্ন করা হলে নিজের স্বাভাবিক ভঙ্গিতে মেসি বলেন,'দিয়েগো নিশ্চই খুব খুশি হবেন।' তিনি আরও জানান,'এই রেকর্ড সম্পর্কে তাঁর আগে জানা ছিল না। এই বিষয়টা আমি সম্প্রতিই জেনেছি।' মারাদোনার প্রসঙ্গ উঠতেই মেসি বলেন,'দিয়েগো নিশ্চই খুব খুশি হবেন। কারণ উনি আমাকে বরাবরই খুব স্নেহ করতেন। আমার কিছু ভালো হলে দিয়েগো অত্যন্ত খুশি হতেন।'
পোল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে এবার নতুন করে স্বপ্ন বুনছেন গোটা বিশ্বের আর্জেন্টিনা সমর্থকরা। মেসি কি পারবে জীবনের শেষ বিশ্বকাপে হাসিমুখে ফিরতে? আর্জেন্টিনা কি পারবে আরও একবার দিয়েগোর যুগ ফিরিয়ে আনতে? শেষ ষোলোয় মুখোমুখি হতে চলেছে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর চারটি দল। এই মুহূর্তে গ্রুপ সি শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে পোল্যান্ড। অন্যদিকে গ্রুপ ডি-এর শীর্ষে ফ্রান্স এবং দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। পরের রাউন্ডে পৌঁছতে গ্রুপ সি-এর প্রথম স্থানে থাকা দলকে খেলতে হবে গ্রুপ ডি-এর দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে। আবার গ্রুপ ডি-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ সি-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আগামী ৩ ডিসেম্বর শনিবার আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এই ম্যাচের দিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব। শনিবার রাতে কি ফের একবার মেসি ম্যাজিক দেখবে ভক্তরা? এই মুহূর্তে বিশ্বের আর্জেন্টিনার সমর্থকদের মুখে শুধু একটাই কথা 'ভ্যামোস মেসি, ভ্যামোস আর্জেন্টিনা।'
আরও পড়ুন -
নক-আউটের মুখে দাঁড়িয়ে মেসিরা, এবার প্রিয় দলের সমর্থনে 'মেসি মিষ্টি' নিয়ে এল দুর্গাপুরের মিষ্টি দোকান
পোল্যান্ডকে হারিয়ে নক-আউটে আর্জেন্টিনা, শেষ ষোলোয় কোন দলের মুখোমুখি হবে মেসিরা?
মেসির পেনাল্টি মিস, পোল্যান্ডকে ২-০ হারিয়ে বিশ্বকাপের নক-আউটে আর্জেন্টিনা