FIFA World Cup 2026: ফিফা জানিয়েছে, আগামী বছর যে দল বিশ্বকাপ জিতবে তারা পাবে ভারতীয় মুদ্রায় মোট ৪৫০ কোটি টাকা। গত ২০২২ সালে, কাতারে বিশ্বকাপ জয়ের পর, আর্জেন্টিনা পেয়েছিল ৩৭৯ কোটি টাকা।
FIFA World Cup 2026: আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের পুরস্কারমূল্য কত? তা নিয়ে জল্পনা তুঙ্গে (World Cup 2026 schedule)। আগামী বছর আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে বসতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। আর সেই প্রতিযোগিতার পুরস্কারমূল্য অনেকটা বাড়িয়ে দিয়েছে ফিফা (48-team World Cup format)।
প্রত্যেকবারই টাকার পরিমাণ ক্রমশ বাড়ছে
ফিফা জানিয়েছে, আগামী বছর যে দল বিশ্বকাপ জিতবে তারা পাবে ভারতীয় মুদ্রায় মোট ৪৫০ কোটি টাকা। গত ২০২২ সালে, কাতারে বিশ্বকাপ জয়ের পর, আর্জেন্টিনা পেয়েছিল ৩৭৯ কোটি টাকা। তার আগে ২০১৮ সালে, রাশিয়ার বুকে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩৪৩ কোটি টাকা। অর্থাৎ, প্রত্যেকবারই টাকার পরিমাণ ক্রমশ বাড়ছে। এবার তা হয়ে গেল ৪৫০ কোটি টাকা।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে, পুরস্কারমূল্য হিসেবে মোট ৫৯১৩ কোটি টাকা খরচ করবে ফিফা। সেইসঙ্গে, বিশ্বকাপে অংশ নেওয়া মোট ৪৮টি দেশের মধ্যে ভাগ দেওয়া হবে ৬৫০ কোটি টাকা। অতএব, বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ৬৫৬৩ কোটি টাকা।
আগামী ২০২৬ সালে, ফুটবল বিশ্বকাপের রানার্স দল পাবে ২৯৭ কোটি টাকা। যে দল তৃতীয় স্থানে শেষ করবে, তারা পাবে ২৬১ কোটি টাকা। চতুর্থ স্থানে শেষ করা দলের ঝুলিতে যাবে ২৪৩ কোটি টাকা। এরপর ৩৩ থেকে ৪৮তম স্থানে যে দলগুলি থাকবে, তারা মোট ৮১ কোটি টাকা করে পাবে।
ফুটবল বিশ্বকাপের তুলনায় ২৪৬৪ কোটি টাকা বেশি
পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ১৩ কোটি টাকা করে পাবে প্রত্যেকটি দল। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপ খেলতে যাওয়া যে কোনও দেশ ন্যূনতম ৯৪ কোটি টাকা পুরস্কারমূল্য পাবে।
তবে এই পুরস্কারমূল্য কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপের তুলনায় অনেকটাই কম। কারণ, চলতি বছরের শুরুতে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ফ্রান্সের দল পিএসজি সেই ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। তারপর তারা মোট ১১২৮ কোটি টাকা পায়। অর্থাৎ, ফুটবল বিশ্বকাপজয়ী দলের থেকে যা আড়াই গুণ বেশি। অন্যদিকে, ক্লাব বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য ছিল ৯০২৭ কোটি টাকা। ফুটবল বিশ্বকাপের তুলনায় ২৪৬৪ কোটি টাকা বেশি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

