দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিল ব্রাজিল। এবার লড়াই কোয়ার্টার ফাইনালের।
FIFA WC 2022 Live Updates: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জয়, শেষ আটে ব্রাজিল
কাতার বিশ্বকাপে সোমবার প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল। চোট সারিয়ে এই ম্যাচে ব্রাজিল দলে ফিরছেন নেইমার ও ড্যানিলো। ফলে ব্রাজিলের শক্তি বাড়তে চলেছে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের জয় নিয়ে কারও বিশেষ সংশয় নেই। তবে এশিয়ার দলটি লড়াই করতে তৈরি। গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে এই দলটিকে হাল্কাভাবে নিচ্ছে না ব্রাজিল শিবির। জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না নেইমাররা। এদিন অন্য ম্যাচে জাপানের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া। একই দিনে এশিয়ার ২ দল প্রি-কোয়ার্টার ফাইনালে লড়াই করতে নামছে। তবে জাপান ও দক্ষিণ কোরিয়া কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। কারণ এই ২ দলেরই লড়াই খুব কঠিন।
- FB
- TW
- Linkdin
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের ৭৬ মিনিটে গোল করলেন পাইক সিউং হো। ব্যবধান কমাল দক্ষিণ কোরিয়া।
১৯৫৪ সালের বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষে ৪-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। তারপর এই প্রথম এরকম পারফরম্যান্স দেখা গেল।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে এগিয়ে ব্রাজিল। চলছে দ্বিতীয়ার্ধের খেলা।
বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ৪-০ গোলে এগিয়ে ব্রাজিল।
দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে ব্রাজিল। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল। চতুর্থ গোল লুকাস পাকুয়েতার।
ব্রাজিলের হয়ে তৃতীয় গোল করলেন রিচার্লিসন। ৩-০ এগিয়ে গেল ব্রাজিল।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের ১৩ মিনিটচে পেনাল্টি থেকে গোল করলেন নেইমার। এবারের বিশ্বকাপে এটাই তাঁর প্রথম গোল। ২-০ এগিয়ে গেল ব্রাজিল।
ভিনিসিয়াস জুনিয়রের গোলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল। ম্যাচের ৭ মিনিটের মাথায় প্রথম গোল করেন ভিনিসিয়াস।
চোট সারিয়ে ব্রাজিল দলে ফিরলেন নেইমার। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শুরু থেকেই খেলছেন নেইমার ও ড্যানিলো।
মাঠে নেমে পড়েছেন নেইমাররা, শুরু হতে চলেছে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ।
চোট সারিয়ে নক-আউটে ব্রাজিলের প্রথম একাদশে ফিরলেন নেইমার ও ড্যানিলো। কিছুক্ষণ পরেই শুরু হবে খেলা।
প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ শুরু হবে ভারতয়ী সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে।
জাপান পারল না, টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল এশিয়ার দলটিকে।
বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জাপান-ক্রোয়েশিয়া ম্যাচের ফল নির্ধারিত হতে চলেছে টাইব্রেকারে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। জাপান-ক্রোয়েশিয়া ম্যাচ এখনও ১-১।
জাপান-ক্রোয়েশিয়া ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছে। ম্যাচের ফল এখনও ১-১।
জাপান-ক্রোয়েশিয়া ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গড়াল অতিরিক্ত সময়ে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১।
৫৫ মিনিটে গোল করলেন ইভান পেরিসিচ। সমতা ফেরাল ক্রোয়েশিয়া।
প্রি-কোয়ার্টার ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনও ১-০ গোলে এগিয়ে জাপান।