মেক্সিকোর বিরুদ্ধে কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০- গোলে জয় পেল আর্জেন্টিনা। গোল করলেন লিওনেল মেসি ও এনজো ফার্নান্ডেজ। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নক-আউটের দৌড়ে টিকে থাকল আর্জেন্টিনা।
FIFA WC 2022 Live Updates: মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা
শনিবার এবারের বিশ্বকাপে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর এখন খাদের কিনারায় লিওনেল মেসিরা। নক-আউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে শনিবার রাতে মেক্সিকোকে হারাতেই হবে। এই ম্যাচ জিততে না পারলে ২০০২-এর মতোই বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হতে পারে আর্জেন্টিনাকে। সেই কারণে এই ম্যাচের আগে সতর্ক লিওনেল স্কালোনির দল। মেক্সিকো প্রথম ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ড্র করেছে। গিলেরমো ওচোয়ারা আর্জেন্টিনাকে সহজে জিততে দেবেন না। তাঁরাও লড়াই করতে তৈরি। অন্যদিকে, প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর পর এবার দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে সৌদি আরব। এই ম্যাচ জিততে পারলেই নক-আউটে পৌঁছে যাবে এশিয়ার দলটি। দিনের প্রথম ম্যাচ টিউনিশিয়ার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। অন্য ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
- FB
- TW
- Linkdin
মেক্সিকোর বিরুদ্ধে ২-০- গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। দ্বিতীয় গোল করলেন এনজো ফ্রার্নান্ডেজ।
মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের ৬৪ মিনিটে প্রথম গোল করলেন লিওনেল মেসি। ১-০ এগিয়ে গেল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। এখনও গোলশূন্য ম্যাচ।
আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের প্রথমার্ধ শেষ হল গোলশূন্যভাবে। খেলা এখনও খুব একটা উচ্চতায় পৌঁছয়নি।
মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধ শেষ হতে চলেছে। এখনও এই ম্যাচে গোল হল না।
আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের ২৬ মিনিট পেরিয়ে গেল। এখনও গোল করতে পারেনি কোনও দল।
মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের শুরুতেই গোল পেতে চাইছে আর্জেন্টিনা। দ্রুত গোল করে ফেলতে পারলে দলের উপর থেকে চাপ অনেক কমে যাবে।
মরণ-বাঁচন ম্যাচে মেক্সিকোর মুখোমুখি আর্জেন্টিনা। বিশ্বকাপে টিকে থাকতে গেলে এই ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনাকে।
স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনা ও মেক্সিকোর ফুটবলাররা। তাঁরা ওয়ার্ম-আপ করছেন। কিছুক্ষণ পরেই শুরু হবে খেলা।
প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারের পর এবার দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।
কিলিয়ান এমবাপের জোড়া গোলে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের নক-আউটে যাওয়া নিশ্চিত করে ফেলল ফ্রান্স।
ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের ৬৮ মিনিটে অসাধারণ হেডে গোল করে সমতা ফেরালেন আন্দ্রিয়াস ক্রিশ্চেনসেন। ম্যাচ এখন ১-১।
ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের ৬১ মিনিটে প্রথম গোল করলেন ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ১-০ এগিয়ে গেল ফ্রান্স।
ফ্রান্স-ডেনমার্ক ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনও কোনও দল গোল করতে পারেনি।
ফ্রান্স-ডেনমার্ক ম্যাচের প্রথমার্ধ শেষ। এখনও গোল করতে পারল না কোনও দল।
ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের ৩০ মিনিট পেরিয়ে গেলেও গোল করতে পারল না ফ্রান্স। এখনও গোলশূন্য ম্যাচ।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হয়েছে ফ্রান্স। শুরু হয়ে গিয়েছে ম্যাচ।
আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ। দুই দলের ফুটবলাররাই শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে শুরু খেলা।