সংক্ষিপ্ত
পরপর ২ ম্যাচ জিতে এবারের বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গেল ব্রাজিল। তবে দলের চিন্তা বাড়াচ্ছে নেইমারের চোট।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে গোড়ালিতে চোট পান নেইমার। এই চোটের জন্য তিনি সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধেও খেলতে পারবেন না নেইমার। তিনি হয়তো নক-আউট পর্যায়ে খেলতে পারবেন। তবে এরই মধ্যে নতুন করে সমস্যায় পড়েছেন নেইমার। তাঁর জ্বর হয়েছে। সঙ্গে মাথাব্যথাও রয়েছে। ব্রাজিলের দলের চিকিৎসককে সে কথা জানিয়েছেন নেইমার। তাঁর চোটের পাশাপাশি এখন অসুস্থতারও চিকিৎসা শুরু হয়েছে। অসুস্থতার জন্য সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দেখতে স্টেডিয়াম ৯৭৪-এ যেতে পারেননি নেইমার। তিনি হোটেলের ঘরে বসেই ম্যাচ দেখেন। ব্রাজিল ১-০ গোলে ম্যাচ জিতে নক-আউটের যোগ্যতা অর্জন করার পর ট্যুইট করে সতীর্থ ক্যাসেমিরোকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেইমার। তিনি লিখেছেন, 'ক্যাসেমিরো অনেকদিন ধরেই বিশ্বের সেরা মিডফিল্ডার।' সতীর্থদেরও প্রশংসা করেছেন নেইমার। তিনি লিখেছেন, 'কঠিন ম্যাচ ছিল কিন্তু আমাদের জেতা দরকার ছিল। দলকে অভিনন্দন। প্রথম পদক্ষেপ নেওয়া হল।'
ব্রাজিল পরপর ২ ম্যাচ জিতলেও, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খুব একটা ভাল খেলতে পারেনি। নেইমারের অভাব বোঝা যাচ্ছিল। মাঝমাঠ থেকে খেলা তৈরি হচ্ছিল না। ফলে নক-আউটে নেইমারকে দরকার ব্রাজিলের। সেই কারণে সতীর্থরাও নেইমারকে নিয়ে উদ্বিগ্ন। রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র জানিয়েছেন, 'নেইমারের জ্বর হয়েছে। সেই কারণে ও হোটেলেই ছিল। ও যাতে দ্রুত অসুস্থতা ও চোট সারিয়ে মাঠে ফিরতে পারে, তার জন্য আমরা সবাই প্রার্থনা করছি।'
ব্রাজিলের কোচ তিতে বলেছেন, 'নক-আউট পর্যায়ের শেষ ম্যাচে নেইমারকে খেলানোর প্রশ্নই নেই। ও এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি। যে ঠিকমতো খেলতে পারবে না, সেই খেলোয়াড়কে মাঠে নামানোর ঝুঁকি নেওয়া যাবে না। আমাদের দলে অনেকজন খেলোয়াড় আছে। আমরা ৪ বছর ধরে এই দলকে গড়ে তুলেছি। আমরা ৪ বছর ধরে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলেছি, যেভাবে দলকে তৈরি করছি, দলের উন্নতি করার চেষ্টা চালাচ্ছি, তার ফলেই জয় পাচ্ছি।'
তিতে ভালভাবেই জানেন, নক-আউটে তাঁর দলের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে। এখনও পর্যন্ত ব্রাজিলের রক্ষণ সেভাবে পরীক্ষার মুখে পড়েনি। নক-আউটে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে ব্রাজিলকে। সেই কারণেই যত দ্রুত সম্ভব নেইমারকে ১০০ শতাংশ ফিট করে তুলতে চাইছেন তিতে। তবে তিনি তাড়াহুড়ো করতে নারাজ। নেইমারকে ফিট হয়ে ওঠার জন্য সময় দিচ্ছেন ব্রাজিলের কোচ।
আরও পড়ুন-
শেষ বিশ্বকাপ মাতাচ্ছেন রোনাল্ডো, উরুগুয়েকে হারিয়ে নক-আউটে পৌঁছে গেল পর্তুগাল
বেলের প্রশংসা, ওয়েলশের বিরুদ্ধে ফেভারিট ইংল্যান্ডই, মানছেন সাউথগেট
উরুগুয়ের বিরুদ্ধে ২-০ গোলে জয়, কাতার বিশ্বকাপের নক-আউটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল