সংক্ষিপ্ত

শুক্রবার রাতে এবারের বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তার আগে ব্রাজিলকে হুঁশিয়ারি দিলেন ক্রোয়েশিয়ার তারকা লুকা মডরিচ।

ব্রাজিলকে ফেভারিট দল হিসেবে মেনে নিলেও, কোয়ার্টার ফাইনালে নেইমারদের হারাতে তাঁরা তৈরি। এমনই হুঁশিয়ারি দিলেন ক্রোয়েশিয়ার তারকা লুকা মডরিচ। তিনি কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের আগে বলেছেন, 'আমরা হয়তো এখনও বিশ্বকাপে সেরা খেলা খেলিনি। আমাদের সেরা খেলা এখনও হয়তো বাকি আছে। আমরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছি। কিন্তু আমরা আরও অনেকদূর যেতে চাই। ব্রাজিলকে প্রতিবারই বিশ্বকাপে ফেভারিট দল হিসেবে দেখা হয়। কিন্তু এবারের বিশ্বকাপে ব্রাজিল যে খেলা দেখিয়েছে, তাতে ওরা ফেভারিট হওয়ার দাবিদার। আমরা এর আগে একাধিকবার ব্রাজিলের মুখোমুখি হয়েছি। আমরা কোনওবারই ব্রাজিলকে হারাতে পারিনি। আমাদের বিশ্বাস, এবার এই রেকর্ড বদলাবে। আমাদের বাড়তি মনোবল নিয়ে মাঠে নামতে হবে। ব্রাজিলকে খেলতে দিলে চলবে না। ওদের আক্রমণ করতে দেওয়া যাবে না। আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। ভাল খেলতেই হবে আমাদের। ব্রাজিল অবশ্যই ফেভারিট। কিন্তু আমরা দেখেছি, ফেভারিট দলকেও হারানো যায়।'

নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের এই ফুটবলার বলেছেন, 'আমি এখন ভবিষ্যতের কথা ভাবছি না। আমি এই বিশ্বকাপ নিয়েই ভাবছি। বিশ্বকাপ শেষ হওয়ার পর আমি ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য অনেক সময় পাব। আমি আরও কতদিন আন্তর্জাতিক ফুটবল খেলব, সেটা দেখতে হবে। আমার অবসর নেওয়ার উপযুক্ত সময় কোনটা, সেটা নিয়ে ভাবতে হবে। দুর্ভাগ্যবশত আমার পেশি বা শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ আগের মতো করে তোলার কোনও উপায় জানা নেই। যদি কারও তরুণ থাকার গোপন রহস্য জানা থাকে, তাহলে দয়া করে আমার কাছে আসুন।'

ক্রোয়েশিয়া গত বিশ্বকাপের রানার্স হলেও, বিশ্বকাপে ব্রাজিল সবসময়ই ফেভারিট থাকে। বিশেষ করে ক্রোয়েশিয়া যখন কোনওবারই ব্রাজিলকে হারাতে পারেনি। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ব্রাজিলের জয়ের রেকর্ড ১০০ শতাংশ। ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে ব্রাজিল। ২ ম্যাচই জিতেছে সেলেকাওরা। এবারও জয়ের আশাতেই মাঠে নামছেন নেইমাররা। প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধোে অনবদ্য খেলেছে ব্রাজিল। ফলে দলের সবার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এবারও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল শিবির। 

প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে টাইব্রেকারে জয় পেয়েছেন মডরিচরা। তাঁরা বিপক্ষ দলকে ভয় পাইয়ে দেওয়ার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে তারপরেও ব্রাজিলের বিরুদ্ধে জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী মডরিচ।

আরও পড়ুন-

ফিট ডি মারিয়া, নেদারল্যান্ডসের বিরুদ্ধে রেকর্ড বদলাতে মরিয়া আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে ব্যর্থতার জের, সরিয়ে দেওয়া হল স্পেনের কোচ লুই এনরিকেকে

বিশ্বকাপে ব্রাজিল-ক্রোয়েশিয়ার লড়াইয়ের রেকর্ড কাদের পক্ষে? এগিয়ে না পিছিয়ে নেইমাররা?