টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা।
- Home
- Sports
- Football
- FIFA WC 2022 Live Updates: টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি ফাইনালে আর্জেন্টিনা
FIFA WC 2022 Live Updates: টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি ফাইনালে আর্জেন্টিনা
শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টা থেকে। এরপর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে। ব্রাজিল ও আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনাল ম্যাচ জেতে, তাহলে সেমি ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। ১৯৯০ সালের পর বিশ্বকাপে আর ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই হয়নি। এবার সেই লড়াই দেখার অপেক্ষায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
- FB
- TW
- Linkdin
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা শেষ হল ২-২ গোলে। এবার হবে টাইব্রেকার।
বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ। ম্যাচ এখনও ২-২।
ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের মতোই আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচও অতিরিক্ত সময়ে গড়াল। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২।
২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের শেষমুহূর্তে গোল করে সমতা ফেরাল নেদারল্যান্ডস। ফের গোল করলেন উট উইঘোর্স্ট। ম্যাচ এখন ২-২।
উট উইঘোর্স্টের গোলে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যবধান কমাল নেদারল্যান্ডস। ম্যাচ এখন ২-১।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন লিওনেল মেসি। ২-০ এগিয়ে গেল আর্জেন্টিনা।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধে এখনও ১-০ এগিয়ে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। ৩৫ মিনিটে গোল করেন নাহুয়েল মলিনা।
লিওনেল মেসির থ্রু থেকে নাহুয়েল মলিনার গোলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল আর্জেন্টিনা। চলছে প্রথমার্ধের খেলা।
বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের প্রথমার্ধে চলছে। এখনও গোলশূন্য ম্যাচ।
কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস লড়াই শুরু। চলছে প্রথমার্ধের খেলা।
বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি আর্জেন্টিনা। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ম্যাচ।
এর আগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচ খেলে কোনওটাই হারেনি ব্রাজিল। ফলে এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন নেইমাররা। কিন্তু টাইব্রেকারে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল ব্রাজিল।
নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পরেও টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল।
ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ। এবার হবে টাইব্রেকার।
অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে যাওয়ার পরেও গোল খেয়ে গেল ব্রাজিল। ম্যাচ এখন ১-১।
ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষদিকে গোল করলেন নেইমার। ১-০ এগিয়ে গেল ব্রাজিল।
এবারের বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে। ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচে নির্ধারিত সময়ে গোল করতে পারল না কোনও দল।