10:25 PM (IST) Dec 17
মরক্কোকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল ক্রোয়েশিয়া

বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তৃতীয় করে বিদায় নিলেন লুকা মডরিচ। এই মিডফিল্ডারকে আর বিশ্বকাপে খেলতে দেখা যাবে না।

10:04 PM (IST) Dec 17
চলছে দ্বিতীয়ার্ধের খেলা, মরক্কোর বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া

মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া।

09:35 PM (IST) Dec 17
শুরু হল ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা, এখনও ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা। ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া।

09:15 PM (IST) Dec 17
৪২ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে দ্বিতীয় গোল মিস্লাভ অরসিচের ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া

মরক্কোর বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া। চলছে প্রথমার্ধের শেষদিকের খেলা।

09:01 PM (IST) Dec 17
চলছে ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচের প্রথমার্ধের লড়াই, এখনও ম্যাচের ফল ১-১

বিশ্বকাপের তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ চলছে। এখনও ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচের ফল ১-১।

08:42 PM (IST) Dec 17
৭ মিনিটে প্রথম গোল ক্রোয়েশিয়ার, দ্রুত সমতা ফেরাল মরক্কো, চলছে উত্তেজক ম্যাচ

৭ মিনিটে প্রথম গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন জসকো গাভার্ডিয়ল। ৯ মিনিটের মাথায় মরক্কোর হয়ে গোল করে সমতা ফেরালেন আশরফ দারি।

08:32 PM (IST) Dec 17
শুরু হয়ে গেল ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচ, বিশ্বকাপে শেষবার মাঠে নেমেছেন লুকা মডরিচ

ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ শেষবার বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছেন। চলছে ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচ।

08:10 PM (IST) Dec 17
ওয়ার্ম-আপ করছেন মরক্কো ও ক্রোয়েশিয়ার ফুটবলাররা, কিছুক্ষণ পরেই শুরু ম্যাচ

মাঠে নেমে পড়েছেন মরক্কো ও ক্রোয়েশিয়ার ফুটবলাররা। এবার ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা।

07:53 PM (IST) Dec 17
কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে বিশ্বকাপের তৃতীয়-চুতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টায় শুরু এবারের বিশ্বকাপে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ।

07:31 PM (IST) Dec 17
'আমি তৈরি, চলো আর্জেন্টিনা', বিশ্বকাপ ফাইনালের আগের দিন ইনস্টাগ্রাম পোস্ট মেসির

বিশ্বকাপ ফাইনালের আগের দিন সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার ছাড়লেন লিওনেল মেসি। তিনি জানিয়ে দিলেন, রবিবার মাঠে নামার জন্য তৈরি।

07:04 PM (IST) Dec 17
মেসিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ করতে দেবেন না, হুঁশিয়ারি জিরুর

ফ্রান্সের স্ট্রাইকার অলিভিয়ের জিরু বলেছেন, তাঁরা লিওনেল মেসিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে দেবেন না। নিজেরা পরপর ২ বার বিশ্বকাপ জেতার লক্ষ্য়েই খেলতে নামবেন।

06:43 PM (IST) Dec 17
লিওনেল মেসিকে ভয় পাচ্ছেন না, বিশ্বকাপ ফাইনালের আগে জানিয়ে দিলেন থিও হার্নান্ডেজ

ফ্রান্সের ডিফেন্ডার থিও হার্নান্ডেজ জানিয়েছেন, তাঁরা আর্জেন্টিনার শক্তি জানেন. তবে তাঁরা লিওনেল মেসিকে ভয় পাচ্ছেন না। জয়ের লক্ষ্যেই রবিবার মাঠে নামবে ফ্রান্স।

06:16 PM (IST) Dec 17
কাতার বিশ্বকাপে যোগ দেওয়া সব দলকেই বিপুল অর্থ দিচ্ছে ফিফা, ঘোষিত প্রাইজ মানি

এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার। যে দল রানার্স হবে তারা প্রাইজ মানি হিসেবে পাবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

05:49 PM (IST) Dec 17
ফিট হয়ে উঠলেও বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স দলে ফেরানো হল না করিম বেঞ্জেমাকে

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানিয়ে দিলেন, রবিবার বিশ্বকাপ ফাইনালের আগে দলে ফেরানো হল না করিম বেঞ্জেমাকে।

05:34 PM (IST) Dec 17
চোট নিয়েই বিশ্বকাপ ফাইনালে খেলবেন লিওনেল মেসি, তিনি মাঠে নামতে তৈরি

হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। সেই চোট নিয়েই রবিবার বিশ্বকাপ ফাইনালে খেলবেন তিনি।

05:16 PM (IST) Dec 17
ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টায় শুরু তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ

বিশ্বকাপের তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে মরক্কোর মুখোমুখি ক্রোয়েশিয়া।

Read more Articles on