এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ ই-তে সবার শেষে টমাস মুলাররা। বৃহস্পতিবার রাতে কোস্টারিকার বিরুদ্ধে জয় না পেলে বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় নিতে হবে জার্মানিকে। ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি। এবারও সেটা হলে জার্মানির ফুটবলের পক্ষে লজ্জার ব্যাপার হবে। গ্রুপ ই-র অন্য ম্যাচে জাপানের মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচ ড্র করলেই নক-আউট পৌঁছে যাবে স্পেন। তবে কোস্টারিকা যদি জার্মানিকে হারিয়ে দেয় এবং স্পেন-জাপান ম্যাচ ড্র হয়, তাহলে গ্রুপের শীর্ষে থেকে নক-আউটে যাবে কোস্টারিকা। তাই শেষ ম্যাচে জয়ই চাইছে স্পেন। গ্রুপ এফ-এর শেষ ম্যাচে বেলজিয়াম-ক্রোয়েশিয়া এবং কানাডা-মরক্কো লড়াই। কানাডাকে হারালেই নক-আউটে পৌঁছে যাবে মরক্কো। সেক্ষেত্রে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মধ্যে যে কোনও একটি দল ছিটকে যাবে।