জার্মানি ও স্পেনকে টপকে গ্রুপের সেরা হয়ে বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গিয়েছে জাপান। এবার কি এশিয়ার আরও একটি দেশ নক-আউটে পৌঁছতে পারবে? শুক্রবার রাতে গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া। এই ম্যাচ জিততে পারলে দক্ষিণ কোরিয়ার সামনে নক-আউটে যাওয়ার সুযোগ থাকবে। তবে পর্তুগালকে হারানো খুব কঠিন। তাছাড়া শুধু নিজেরা জিতলেই হবে না, অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। ফলে দক্ষিণ কোরিয়ার সম্ভাবনা কম। ব্রাজিল ও পর্তুগাল ইতিমধ্যেই নক-আউটে পৌঁছে গিয়েছে। ফলে এই ২ দলের শেষ ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। ঘানা ও উরুগুয়ের ম্যাচে যে দল জিতবে, তারা নক-আউটে পৌঁছে যেতে পারে। সার্বিয়া ও সুইৎজারল্যান্ড ম্যাচে যে দল জিতবে, তারাই নক-আউটে যাবে।