প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে জাপান। রবিবার দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে খেলতে নামছে জাপান। প্রথম ম্যাচে স্পেনের কাছে ০-৭ গোলে হেরে গিয়েছে কোস্টারিকা। ফলে দ্বিতীয় ম্যাচেও জয়ের আশাতেই মাঠে নামছে জাপান। এই ম্যাচ জিততে পারলেই এবারের বিশ্বকাপে এশিয়ার প্রথম দল হিসেবে নক-আউটে জায়গা পাকা করে নেবে জাপান। অন্য ম্যাচে মরক্কোর মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। এই ম্যাচ জিততে পারলে বেলজিয়ামও নক-আউটে যাওয়া নিশ্চিত করে ফেলবে। দিনের তৃতীয় ম্যাচে কানাডার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এরপর ভারতীয় সময় মধ্যরাতে স্পেনের মুখোমুখি হবে জার্মানি। প্রথম ম্যাচে জাপানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচ টমাস মুলারদের কাছে বিশ্বকাপে টিকে থাকার লড়াই।