শনিবার এবারের বিশ্বকাপে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর এখন খাদের কিনারায় লিওনেল মেসিরা। নক-আউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে শনিবার রাতে মেক্সিকোকে হারাতেই হবে। এই ম্যাচ জিততে না পারলে ২০০২-এর মতোই বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হতে পারে আর্জেন্টিনাকে। সেই কারণে এই ম্যাচের আগে সতর্ক লিওনেল স্কালোনির দল। মেক্সিকো প্রথম ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ড্র করেছে। গিলেরমো ওচোয়ারা আর্জেন্টিনাকে সহজে জিততে দেবেন না। তাঁরাও লড়াই করতে তৈরি। অন্যদিকে, প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর পর এবার দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে সৌদি আরব। এই ম্যাচ জিততে পারলেই নক-আউটে পৌঁছে যাবে এশিয়ার দলটি। দিনের প্রথম ম্যাচ টিউনিশিয়ার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। অন্য ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।