Football World Cup 2026: ইতিমধ্যেই বেশ অনেকগুলি দেশ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় জায়গা পাকা করে নিয়েছে। 

Football World Cup 2026: ফুটবল বিশ্বকাপের মূলপর্বে প্রথমবারের জন্য পা রাখতে চলেছে উজবেকিস্তান এবং জর্ডন (fifa world cup)। ইতিমধ্যেই এই দুই দল যোগ্যতা অর্জন করে ফেলেছে এই মেগা টুর্নামেন্টের জন্য। এছাড়া যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়াও। এখনও পর্যন্ত, মোট ১০টি দল আগামী বছরের ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। আসন্ন এই প্রতিযোগিতায় খেলবে মোট ৪৮টি দেশ (fifa world cup qualifiers)।

কার্যত, এশিয়ার ফুটবল মানচিত্রে খুব দ্রুত একটি উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে উজবেকিস্তান 

আবু ধাবিতে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তারা ড্র করতেই প্রথম দুইয়ের মধ্যে জায়গা পাকা করে ফেলেছে তারা। অপরদিকে, প্রথম স্থানে থাকা ইরান আবার ১-০ গোলে পরাজিত হয়েছে কাতারের বিরুদ্ধে। ফলে, এখনও উজবেকিস্তানের কাছে শীর্ষস্থানে যাওয়ার হাতছানি রয়েছে। 

Scroll to load tweet…

আপাতত গ্রুপে একটি করে ম্যাচ বাকি রয়েছে সব দলের। প্রসঙ্গত, কাতারের বিরুদ্ধে শেষ ম্যাচটি রয়েছে উজবেকিস্তানের। এবার সেই ম্যাচটি জিতলেই শীর্ষে ওঠার সুযোগ রয়েছে তাদের সামনে। তাছাড়া গ্রুপে তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দল সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারলেও তাদের কাছে আরও একটি রাউন্ড খেলার সুযোগ থাকবে।

এশিয়া থেকে উজবেকিস্তান ছাড়াও সরাসরি বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া এবং জর্ডন

এই দুটি দল রয়েছে গ্রুপ বি-তে। ইরাক ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া। সেই ম্যাচে গোল করেছেন কিম জিন-গিউ এবং ওহ হিয়ন হিউ। 

ওদিকে আবার সেই গ্রুপেই রয়েছে জর্ডন। তারা ওমানকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপে মোট ৪৮টি দল খেলতে নামবে। ইতিমধ্যেই ১০টি দল যোগ্যতা অর্জন করে ফেলেছে। তার মধ্যে রয়েছে আয়োজক কানাডা, মেক্সিকো এবং আমেরিকা। এছাড়াও জাপান, আর্জেন্টিনা, নিউজ়িল্যান্ড এবং ইরান ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।