সংক্ষিপ্ত

চুপ করে বসে নেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। ভারতীয় ফুটবল দলের (Indian Football Team)প্রাক্তন কোচ স্টিমাচের বিস্ফোরক সাংবাদিক সম্মেলনের পরেই নড়েচড়ে বসেছে দিল্লীর ফুটবল হাউজ।

চুপ করে বসে নেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। ভারতীয় ফুটবল দলের (Indian Football Team)প্রাক্তন কোচ স্টিমাচের বিস্ফোরক সাংবাদিক সম্মেলনের পরেই নড়েচড়ে বসেছে দিল্লীর ফুটবল হাউজ।

প্রসঙ্গত, শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ ইগোর স্টিমাচ (Igor Stimac)। আর সেই প্রেস কনফারেন্সে একাধিক ফেডারেশন কর্তার প্রতি কার্যত ক্ষোভ উগরে দেন তিনি।

স্টিমাচ বলেন, “আমি তো আগেই চিঠি দিয়ে জানিয়েছিলাম সরে যাবো। কিন্তু তখন আমাকে ফেডারেশন কর্তারা থেকে যাওয়ার কথা বলেন। তবে সাজি প্রভাকরণকে (Shaji Prabhakaran) সরিয়ে দিয়ে ফুটবল হাউস ঠিক কাজ করেনি।”

তিনি আরও যোগ করেন, “সাজি চেষ্টা করছিল। এখন যারা ফেডারেশনের ক্ষমতায় রয়েছে, তারা সকলেই নিজেদের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত। শুধু নিজেদের চেয়ার আগলাতে আগ্রহী। ভারতীয় দলের স্বার্থ তাদের কাছে ন্যূনতম প্রাধান্য পায় না। টেকনিক্যাল কমিটিও (Technical Committee) কোনও কাজের নয়। একমাত্র আইএম বিজয়ন (I.M Vijayan) আন্তরিকতা দেখিয়ে কাজ করেন।”

তাঁর মতে, “আইএসএল (ISL) কোনও প্রতিযোগিতাই নয়। এত দিন ধরে একটা টুর্নামেন্ট চলছে, কিন্তু কোনও অবনমন নেই। দেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতা কেন কর্পোরেট সংস্থা চালাবে? এই প্রতিযোগিতা ফেডারেশনের আয়োজন করা উচিৎ। ওদের কাজটা কী আসলে? পৃথিবীর কোনও দেশে এভাবে ফুটবল হয় না। একমাত্র ভারতে হয়। একটা ক্লাব নাকি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে না পারলে খেলতে পারবে না। তাদের সাফল্যের কোনও গুরুত্বই নেই? এরকম হয় নাকি? ফুটবলাররা ভালো খেলার উৎসাহ পাবে কীভাবে? বিদেশি ফুটবলারদের ওপর নির্ভর করে ম্যাচ খেলছে দলগুলি। এই পদ্ধতিতে কোনওভাবেই দেশের ফুটবলের সম্ভব নয়।”

একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন সুনীলদের প্রাক্তন কোচ। বলা চলে, দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটান জাতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ ইগোর স্টিমাচ। আর এরপর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও (AIFF) চুপ করে বসে থাকবে এমনটাও নয়। তারাও একটি বিবৃতি দিয়ে জানায় যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বিষয়ে ফেডারেশন তাদের মতামত জানাবে।

পরিস্থিতি কার্যত টালমাটাল। একদিকে প্রাক্তন কোচ বোমা ফাটাচ্ছেন, আরেকদিকে ফেডারেশন (Federation) এখনও চুপ। যদিও ইগোর স্টিমাচ বলেছেন, তিনি আইনজীবীর পরামর্শ নিচ্ছেন। এখন দেখার বিষয় এটাই যে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই প্রসঙ্গে কি জানায়।

আরও পড়ুনঃ

কর্তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত! 'আইএসএল কোনও লিগই নয়', বিস্ফোরক স্টিমাচ

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।