Indian Super League Final: শনিবার সন্ধেবেলা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই ম্যাচের আগে হঠাৎ বিতর্ক তৈরি হয়েছে।

Indian Super League Final: আইএসএল ফাইনালে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানো নিয়ে যাবতীয় বিতর্কের অবসান। রাজ্যের শাসক দলের নেতা কুণাল ঘোষ 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কুণালই এর আগে জানিয়েছিলেন, ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি মোহনবাগান কর্তাদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন। এই দৌত্যেই সমস্যা মিটল। নতুন কোনও সমস্যা না হলে সন্ধেবেলা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকছেন ক্রীড়ামন্ত্রী। এ প্রসঙ্গে কুণালের পোস্ট, ‘যুবভারতীতে আজ অবশেষে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ করল এফএসডিএল (FSDL)। আমার টুইটের প্রতিবাদের পর। বিষয়টি মোহনবাগান (Mohun Bagan) সচিব দেবাশিস দত্তকেও তখনই জানাই। সচিব ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেন। এফএসডিএলের উপর চাপ সৃষ্টি করেন। তারপর তাঁরা আজ দুপুরে ক্রীড়ামন্ত্রীকে ইমেল পাঠিয়ে আমন্ত্রণ করেন। যদিও এই বিলম্বিত আমন্ত্রণ অতীব অন্যায়ের। মোহনবাগান সচিব জানান তাঁর ধারণা ছিল এফএসডিএল আগেই ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ করেছে। মাননীয় মন্ত্রীকে মোহনবাগান আবার অনুরোধ করছে যুবভারতীতে যাওয়ার জন্য।’

আমন্ত্রণ ঘিরে বিতর্ক

এর আগে কুণাল পোস্ট করে জানিয়েছিলেন, ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও বিজেপি-কে আক্রমণ করেন। সেই পোস্টে কুণাল লিখেছিলেন, 'যুবভারতীতে আজ ফুটবলের মহাযজ্ঞ। এফএসডিএল রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ করেনি। এটা রাজনৈতিক কারণে, এআইএফএফের বিজেপি সভাপতি কল্যাণ চৌবের অঙ্গুলি হেলনে। বাংলার বুকে ফাইনাল, কেন ক্রীড়ামন্ত্রীকে বলা হবে না? আরেকটি আক্ষেপ, খেলবে ভারতসেরা মোহনবাগান, তাদের তরফেও ক্রীড়ামন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ করা হয়নি। ফলে তিনি মাঠে যাচ্ছেন না। ক্লাব সহসভাপতি হিসেবে এই খবর পেয়ে খারাপ লেগেছে, মন্ত্রীকে দুঃখপ্রকাশ করেছি। ঘরোয়া ফোন আর আনুষ্ঠানিক সসম্মান আমন্ত্রণ এক নয় বুঝি। মন্ত্রীর পদমর্যাদায় তো নয়ই। তাঁর সিদ্ধান্তবদল হচ্ছে না। সচিবকে জানাচ্ছি। এই আনুষ্ঠানিক সৌজন্যটা ক্লাবের দেখানো উচিত ছিল। যাঁরা আমন্ত্রণ বা টিকিটের বিষয়টি দেখছিলেন, একটা ফাঁক থেকে গিয়েছে।' এরপর অবশ্য ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হল।

Scroll to load tweet…

জয়ের আগাম সেলিব্রেশন কুণালের

কুণাল জানিয়েছেন, দুপুরে মোহনবাগান তাঁবুতে গিয়ে আইএসএল ফাইনাল জয়ের আগাম সেলিব্রেশন শুরু করে দিয়েছেন। তিনি আত্মবিশ্বাসী, ফের আইএসএল কাপ জিতবে সবুজ-মেরুন ব্রিগেড।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।