ড্র হল ম্যাচ। 

মুম্বই ফুটবল এরিনায় শনিবার, মুখোমুখি হয় মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি (Mohun Bagan vs Mumbai City FC)। কিন্তু এই ম্যাচে জোড়া গোলে এগিয়ে থেকেও অ্যাওয়ে ম্যাচে মুম্বইকে হারাতে পারল না জোসে মোলিনার ছেলেরা। এমনকি, মুম্বইকে ১০ জনে পেয়েও না।

খেলা শেষ হল ২-২ ফলাফল নিয়ে। আর এই ড্রয়ের ফলে, মোহনবাগানের অবশ্য কোনও সমস্যা নেই। কিন্তু মুম্বইকে পরাজিত না হওয়ায়, চাপ বাড়ল ইস্টবেঙ্গলের উপর।

ম্যাচের শুরু থেকেই এদিন হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়ে। সুযোগ আসতে থাকে দুপক্ষের কাছেই। কিন্তু আক্রমণভাগে একাধিক দক্ষ ফুটবলার ছিল সবুজ মেরুন ব্রিগেডের কাছে। নিঃসন্দেহে অ্যাডভান্টেজ পায় তারাই। ম্যাচের ৩২ মিনিটে, মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করেন জেমি ম্যাকলারেন। মাঝমাঠ থেকে ভাসানো বল পেয়ে দুর্দান্ত ভঙ্গিতে মুম্বইয়ের জালে বল জড়িয়ে দেন তিনি।

তার ঠিক ৯ মিনিট পরেই আবার গোল। এবার বাঁ-প্রান্ত দিয়ে আক্রমণ তুলে আনেন লিস্টন কোলাসো। আর সেই আক্রমণ থেকেই রিবাউন্ডে গোল করে যান দিমিত্রি পেত্রাতোস। মরশুমের শুরুর দিকটা ভালো ফর্মে না থাকলেও শেষ দুটি ম্যাচে জোড়া গোল করলেন দিমি।

তবে খেলার দ্বিতীয়ার্ধে মুম্বইকে অনেক বেশি সপ্রতিভ লাগছিল। বারংবার আক্রমণ তুলে আনে তারা। এদিন একাধিকবার চাপে পড়তে হয়েছে মোহনবাগান রক্ষণভাগকে। ম্যাচের ৫৭ মিনিটে, কর্নার থেকে একটি গোল শোধ করেন জন টোরাল। কিন্তু তার ঠিক পরের মুহূর্তেই লালকার্ড দেখতে হয় মুম্বইয়ের বিক্রম প্রতাপ সিংকে।

তবে হ্যাঁ, একজন কম নিয়ে খেলেও লড়াই থেকে সরে আসেনি মুম্বই। এরপর ম্যাচের ৮৯ মিনিটে, গোল করে সমতা ফেরান নাথান রড্রিগেজ। এক্ষেত্রেও কিন্তু গোল আসে সেই সেটপিস থেকেই। শেষপর্যন্ত, খেলা শেষ হয় ২-২ ফলাফল নিয়ে।

কিন্তু মুম্বই এক পয়েন্ট পেয়ে যাওয়ার ফলে, তাদের সংগ্রহে এখন মোট ৩৩ পয়েন্ট। আর তাই ISL প্লে-অফের পঞ্চম স্থানে ইস্টবেঙ্গলের উঠে আসার সম্ভাবনা প্রায় শেষ।