সংক্ষিপ্ত
আই লিগ থেকেই বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ইস্টবেঙ্গলের লড়াই চলছে। আইএসএল-এও সেই লড়াই অব্যাহত। বুধবারও বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে জোর টক্কর দেখা গেল।
চলতি মরসুমের আইএসএল-এ প্রথম কোনও ম্যাচে হারল ইস্টবেঙ্গল। বুধবার অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধে নাওরেম মহেশ সিংয়ের অসাধারণ গোলে এগিয়ে যাওয়ার পরেও খালি হাতে ফিরতে হচ্ছে কার্লেস কুয়াদ্রাতের দলকে। রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্ত এবং বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্টের জন্যই হেরে গেল ইস্টবেঙ্গল। এদিন বেঙ্গালুরু এফসি-র হয়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে। সুনীলকে ধাক্কা দেননি বা ল্যাং মারেননি মন্দার রাও দেশাই। হাল্কা স্পর্শ হতেই বক্সের মধ্যে পড়ে যান সুনীল। তাতেই পেনাল্টি দেন রেফারি। কিন্তু দ্বিতীয়ার্ধে বক্সের মধ্যে হাতে বল লাগা সত্ত্বেও ইস্টবেঙ্গলের পক্ষে পেনাল্টি দেননি রেফারি।
এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত লড়াই চলছিল। বল পজেশনে এগিয়েছিল বেঙ্গালুরু, কিন্তু ম্যাচের রাশ আলগা হতে দিচ্ছিল না ইস্টবেঙ্গল। ১৪ মিনিটে নন্দকুমার শেখরের থ্রু ধরে স্লাভকো ডেমানোভিচ ও জেসেল কার্নেইরোকে ঠান্ডা মাথায় হার মানান মহেশ। গত মরসুম থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই উইঙ্গার। এবার তিনি যেন আরও ধারালো হয়ে উঠেছেন। কিন্তু মহেশের গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ম্যাচ থেকে হারিয়ে যায় ইস্টবেঙ্গল। ১৯ মিনিটে বিতর্কিত পেনাল্টি পায় বেঙ্গালুরু। নিখুঁত শটে গোল করেন সুনীল। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি।
প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও লড়াই চলতে থাকে। গোলের একাধিক সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। এর মধ্যে সহজতম সুযোগ পান নন্দকুমার। ৫৫ মিনিটে মহেশের মাইনাস বক্সের মধ্যে ফাঁকায় পেয়ে যান নন্দ। সেই সময় তাঁর সামনে কেউ ছিলেন না। কিন্তু দায়সারাভাবে শট নিয়ে বারের উপর দিয়ে বল উড়িয়ে দেন নন্দকুমার। ৫৯ মিনিটে পেনাল্টি পেতে পারত লাল-হলুদ। নিশু কুমারের ক্রস বক্সের মধ্যে রায়ান উইলিয়ামসের হাতে লাগে। পেনাল্টি নিয়ে কোনও সংশয়ই থাকার কথা ছিল না। কিন্তু ফুটবলার, কোচ, দর্শক, এমনকী ধারাভাষ্যকারদেরও হতবাক করে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন রেফারি। এবারের ডুরান্ড কাপে একাধিক ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। আইএসএল-এও একই ঘটনা দেখা যাচ্ছে। ভারতীয় ফুটবলের উন্নতি, আধুনিকতা নিয়ে অনেক কথা বলা হচ্ছে। কিন্তু ভিএআর চালু করা হচ্ছে না। ভিএআর চালু করা হলে অনেক ম্যাচের ফলই বদলে যেতে পারে।
আরও পড়ুন-
Manchester United: লক্ষ্য ভারতীয় ফুটবলের উন্নতি, কলকাতায় ম্যান ইউয়ের প্রাক্তন কোচ এডুকেটর
Mohun Bagan Super Giant: জেসন কামিংসের জোড়া গোল, মাজিয়ার বিরুদ্ধে 'জয় মোহনবাগান'