Inter Kashi: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ক্লাবকে চিঠি দিয়ে সেই কথা জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত, আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয় ইন্টার কাশী। সেইসঙ্গে, সমস্ত নিয়ম পূরণ করার ফলে, দেশের সেরা লিগে খেলার ছাড়পত্র পেয়েছে তারা। 

Inter Kashi: আইএসএল খেলতে আসছে ইন্টার কাশী। এবার সবুজ সঙ্কেত চলে এল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকেও (inter kashi news)। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাও করে দেওয়া হয়েছে এআইএফফ-এর তরফে (indian super league 2025)। 

দেশের সেরা লিগে খেলার ছাড়পত্র পেয়েছে তারা

জানা যাচ্ছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ক্লাবকে চিঠি দিয়ে সেই কথা জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত, আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয় ইন্টার কাশী। সেইসঙ্গে, সমস্ত নিয়ম পূরণ করার ফলে, দেশের সেরা লিগে খেলার ছাড়পত্র পেয়েছে তারা।

Scroll to load tweet…

ফেডারেশনের তরফ থেকে আসা চিঠিতে জানানো হয়েছে, “দীর্ঘ আলোচনা এবং CAS-এর রায়কে মান্যতা দিয়েই এআইএফএফ ইন্টার কাশীকে আনুষ্ঠানিকভাবে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করছে। ফিফার সদস্য হিসেবে ফেডারেশন ক্যাসের সিদ্ধান্তকে পুরোপুরিভাবে সম্মান করে। আই লিগ এবং ভারতীয় ফুটবলের গঠনতন্ত্রকে সম্মান জানিয়ে, এআইএফএফ এবার ইন্টার কাশীকে আগামী মরশুমের জন্য আইএসএল খেলার ছাড়পত্র দিচ্ছে। ইন্টার কাশী, আইএসএল-এর আর্থিক এবং টেকনিক্যাল সমস্ত নিয়মও পূরণ করতে সক্ষম হয়েছে।"

আইএসএল খেলতে নামবে ইন্টার কাশী

দীর্ঘ আইনি লড়াইয়ের পর, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট তথা আন্তর্জাতিক ক্রীড়া আদালত ইন্টার কাশীকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে। সেইসঙ্গে, ফেডারেশনের জরিমানাও করা হয়। কিন্তু তারপরেও ইন্টার কাশী যে আইএসএলে খেলবেই, সেই ঘোষণা সরকারিভাবে এতদিন করা হয়নি। 

এবার সেটা করা হল। সবুজ সঙ্কেত চলে এল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল এআইএফফ। ১৪তম দল হিসেবে আইএসএল খেলতে নামবে ইন্টার কাশী। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।