সংক্ষিপ্ত
ISL 2024-25 Semi-Final:সেমিফাইনালের (ISL Semifinal) লড়াই যেন কার্যত জমে গেল। আইএসএল-এর ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।
ISL 2024-25 Semi-Final: গোয়ার ফতোরদা স্টেডিয়ামে রবিবার, হল এক অদ্ভুত কাণ্ড। গোয়ার (FC Goa) কাছে তারা ২-১ ব্যবধানে পরাজিত হল বেঙ্গালুরু। কিন্তু হেরে গেলেও, দুটি লেগ মিলিয়ে তাদের পক্ষে গোলের ব্যবধান দাঁড়াল ৩-২। আর তাই ফাইনালে চলে গেলেন সুনীলরা (Sunil Chhetri)।
ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে রীতিমতো নায়ক হয়ে উঠলেন সুনীল ছেত্রী। কেন তাঁকে ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হয়, তা যেন আরও একবার নিজেই প্রমাণ করলেন ক্যাপ্টেন। তবে গোটা ম্যাচে গুরপ্রীত সিংহ সান্ধু অসাধারণ কিছু সেভ করেছেন। নাহলে হেরে যেতে পারত বেঙ্গালুরু ((ISL 2024-25 live)।
এদিন অবশ্য এফসি গোয়া শুরু থেকেই আক্রমণআত্মক ফুটবল খেলা শুরু করে। বেশিরভাগ সময়েই বলের দখল ছিল গোয়ার ফুটবলারদের পায়ে। আর ক্রমাগত চাপ বাড়তে থাকে বেঙ্গালুরু বক্সে। কিন্তু বেঙ্গালুরু ডিফেন্সের প্রশংসা করতেই হবে এই ম্যাচে (ISL 2024-25 highlights)।
তবে হ্যাঁ, প্রতি আক্রমণে জোর বাড়াচ্ছিল বেঙ্গালুরু। একদিক থেকে তারা গোয়ার আক্রমণ প্রতিরোধ করছিল এবং অন্যদিক দিয়ে দ্রুত গতিতে প্রতি আক্রমণে উঠে আসছিল। কিন্তু গোল আসছিল না কিছুতেই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই (Bengaluru FC vs FC Goa)।
কিন্তু দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙে গোয়া। পেনাল্টি বক্সের ঠিক বাইরে আয়ুষ ছেত্রীকে ফাউল করায় ফ্রিকিক পায় তারা। আর সেই ফ্রিকিক থেকে গুরপ্রীতকে পরাস্ত করে গোল করে যান বোরহা। তবে সেখানেই শেষ নয়। একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয়ে যায় (Bengaluru FC vs FC Goa goa ISL)।
এরপর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্মান্দো সাদিকু। আর সেই গোলের ফলে, আগের লেগের নিরীখে সমতা ফেরায় গোয়া। ম্যাচ তখনও কিছুটা বাকি। অর্থাৎ, আর একটি গোল করলেই ফাইনালে পৌঁছে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল তাদের সামনে। উল্টোদিকে বেঙ্গালুরুও প্রাণপণে চাইছিল একটি গোল তুলে নিতে। আর ঠিক সেটাই হল (Bengaluru FC vs FC Goa highlights)।
কারণ, অভিজ্ঞতা! গোয়ার ডিফেন্সের ভুলে, অতিরিক্ত সময়ে সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগালেন সুনীল ছেত্রী। বক্সে ক্রস ভাসান নামগিয়াল ভুটিয়া। আর ফাঁকায় দাঁড়িয়ে থাকা সুনীল সেই বলে হেডে গোল করে যান অনায়াস ভঙ্গিতে। আর সেইসঙ্গে দলকে ফাইনালেও পৌঁছে দেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।