ফুটবলে কোনও ক্লাবে দীর্ঘদিন খেলার পর সেই ক্লাবের বিরুদ্ধে খেলা এবং গোল করা যে কোনও খেলোয়াড়ের কাছেই আবেগের মুহূর্ত। ইস্কোর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
লা লিগা ম্যাচে পুরনো দল রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জয়সূচক গোল করলেন। তবে পুরনো দলকে হারিয়ে সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন ইস্কো। তাঁর বার্তা, 'আমি রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমি ওঁদের কাছে কৃতজ্ঞ। ছোটবেলায় অন্য সবার মতো আমারও যে স্বপ্ন ছিল, তা পূরণ করতে তাঁরা আমাকে সাহায্য করেছেন। রিয়াল মাদ্রিদ সবসময় আমার হৃদয়ে আছে।' পুরনো দলের বিরুদ্ধে গোল করে বর্তমান দলকে জিতিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ইস্কো। গোলের পর আনন্দ প্রকাশ করা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার স্ত্রী গ্যালারিতে ছিল। আমি চোট থেকে কীভাবে সেরে উঠছি, সে বিষয়ে ছোট তথ্যচিত্র করছি। এই ভিডিও তোলা হচ্ছে।’
পেনাল্টি থেকে গোল ইস্কোর
লা লিগার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচের শুরুটা ভালো করলেও, শেষটা ভালো করতে পারল না লস ব্ল্যাঙ্কোস। ৩৪ মিনিটের মাথায় রিয়াল বেটিসকে সমতায় ফেরান জনি কার্ডোসো। এরপর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন ইস্কো। এই হারের ফলে ২৬ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে থাকল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা ২৫ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট পেয়েছে। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ২৬ ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট পেয়েছে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ১-০ জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রবিবার সন্ধেবেলা রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচ জিতলেই কাতালানরা লিগ টেবলের শীর্ষে চলে যাবে।
চোট সারিয়ে ফর্মে ফিরলেন ইস্কো
চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল ইস্কোকে। তবে পুরনো দলের বিরুদ্ধে প্রথমে সতীর্থকে দিয়ে গোল করিয়ে এবং নিজে গোল করে বর্তমান দলকে জিতিয়ে ফর্মে ফেরার বার্তা দিলেন ইস্কো। তিনি বলেছেন, ‘এই ম্যাচ অত্যন্ত কঠিন ছিল। ওদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছে। ওদের দক্ষতা, গতি আছে। দলের সবাইকে ছাড়া আমার একার পক্ষে কিছু করা সম্ভব হত না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Real Madrid Vs Barcelona: ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিক, বার্সেলোনাকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
Jude Bellingham: ক্রিকেটও ভালোই খেলেন রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যাম, ভাইরাল ভিডিও
