ইন্টার মায়ামির হয়ে নবম গোল, ফিলাডেলফিয়া ইউনিয়নকে উড়িয়ে লিগস কাপ ফাইনালে মেসি
- FB
- TW
- Linkdin
লিওনেল মেসির দাপটে অনায়াসে লিগস কাপ ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি
ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ উড়িয়ে লিগস কাপ ফাইনালে পৌঁছে গেল লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়ার ঘরের মাঠে সহজ জয় পেলেন মেসিরা।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে নিয়মিত গোল করে চলেছেন লিওনেল মেসি
ইন্টার মায়ামির হয়ে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। এর মধ্যে তাঁর ৯ গোল হয়ে গেল।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় গোল করেন লিওনেল মেসি
লিগস কাপ সেমি-ফাইনালে ২০ মিনিটের মাথায় ৩০ গজ দূর থেকে মাটি ঘেঁষা শটে গোল করেন লিওনেল মেসি। তাঁর দল ২-০ এগিয়ে যায়।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়েছিল ইন্টার মায়ামি
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ৩ মিনিটের মাথায় প্রথম গোল করেন জোশেফ মার্টিনেজ। এরপর ২০ মিনিটে গোল করেন লিওনেল মেসি। ৪৫ মিনিটে তৃতীয় গোল করেন জর্ডি আলবা।
লিগস কাপ সেমি-ফাইনালে ইন্টার মায়ামির হয়ে চতুর্থ গোল করেন ডেভিড রুইজ
৭৩ মিনিটে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ব্যবধান কমান বেদোয়া। এরপর ৮৩ মিনিটে ইন্টার মায়ামির হয়ে চতুর্থ গোল করেন ডেভিড রুইজ।
ঘরের মাঠে অপ্রতিরোধ্য ফিলাডেলফিয়া ইউনিয়নকে উড়িয়ে দিল ইন্টার মায়ামি
ঘরের মাঠ সুবারু পার্কে গত ৩৮ ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচেই হারের মুখ দেখেছিল ফিলাডেলফিয়া ইউনিয়ন। সেই দলকেই উড়িয়ে দিলেন লিওনেল মেসিরা।
মেজর লিগ সকারে অন্যতম শক্তিশালী দল ফিলাডেলফিয়া ইউনিয়ন, সবচেয়ে দুর্বল ছিল ইন্টার মায়ামি
মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে আছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। সেখানে সবার শেষে ইন্টার মায়ামি। কিন্তু লিওনেল মেসি যোগ দেওয়ার পর পরিস্থিতি বদলে গিয়েছে।
কেরিয়ারে ৪২ বার দলকে কোনও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে দিলেন লিওনেল মেসি
বার্সেলোনার হয়ে অসাধারণ সাফল্য পেয়েছেন লিওনেল মেসি। প্যারিস সাঁ-জা-র হয়ে সাফল্য একটু কম। তবে ইন্টার মায়ামির হয়ে শুরুতেই সাফল্য পাচ্ছেন মেসি।
আগামী মরসুমের কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের যোগ্যতা অর্জন করল ইন্টার মায়ামি
লিগস কাপ ফাইনালে পৌঁছে যাওয়ার সুবাদে আগামী মরসুমের কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের যোগ্যতা অর্জন করল ইন্টার মায়ামি।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ লিওনেল মেসি
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে খেলা শুরু করার পর ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচটিই লিওনেল মেসির কাছে সবচেয়ে কঠিন ছিল। কিন্তু সেই ম্যাচে সহজ জয় পেল তাঁর দল।