Lionel Messi: ডিসেম্বরে ভারত সফরে আসছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। তাঁর সফরসূচিতে কলকাতাও আছে। দেশের আরও একাধিক শহরে যাওয়ার কথা আছে এই মহাতারকার। তাঁর সফরের প্রস্তুতি চলছে।

DID YOU
KNOW
?
ভারত সফরে মেসি
ডিসেম্বরে ভারত সফরে এলে শুধু কলকাতাই নয়, আরও কয়েকটি শহরে যাবেন লিওনেল মেসি।

Lionel Messi GOAT Tour: ডিসেম্বরে কলকাতা (Kolkata), মুম্বই (Mumbai), আমেদাবাদ (Ahmedabad) ও নয়াদিল্লিতে (New Delhi) আসা নিশ্চিত হয়ে গেলেও, সম্ভবত তার আগে নভেম্বরে কেরলে (Kerala) ম্যাচ খেলতে আসছেন না লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে এমনই জানা গিয়েছে। অ্যাঙ্গোলার বিরুদ্ধে (Argentina vs Angola) আর্জেন্টিনার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ নিশ্চিত হলেও, কেরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Argentina vs Australia) সম্ভবত খেলতে আসছেন না মেসিরা। ভারতে খেলতে আসার বদলে আফ্রিকার (Africa) কোনও দেশের বিরুদ্ধে খেলতে পারে আর্জেন্টিনা। মেসিরা যদি আফ্রিকাতেই জোড়া ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলেন, তাহলে কেরলের ফুটবলপ্রেমীরা বঞ্চিত হবেন। আর্জেন্টিনার ম্যাচের জন্য কেরলে যা আয়োজন করা হয়েছে, সেসবও কোনও কাজে লাগবে না। বিপুল খরচ জলে যাবে।

কোচিতে আর্জেন্টিনার ম্যাচ হবে না!

মেসি খেলতে আসবেন ধরে নিয়ে কোচির (Kochi) জওহরলাল নেহরু স্টেডিয়ামের (Jawaharlal Nehru Stadium) সংস্কারের কাজ শুরু হয়েছে। এর জন্য ৭০ কোটি টাকা খরচ করা হচ্ছে। স্টেডিয়ামের গ্যালারিতে নতুন আসন, উন্নত ফ্লাডলাইটের ব্যবস্থা করা হচ্ছে। নিরাপত্তাব্যবস্থাও কঠোর করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে এক মাসের জন্য দোকান বন্ধ রাখা হবে বলেও ঠিক হয়েছে। কিন্তু এত কিছুর পরেও যদি শেষপর্যন্ত মেসি কেরলে না আসেন, তাহলে ক্রীড়াপ্রেমীদের মধ্যে হতাশা নেমে আসবে। কেরলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন, মেসির পাশাপাশি এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (Alexis Mac Allister), রডরিগো ডে পল (Rodrigo De Paul), নিকোলাস ওটামেন্ডি (Nicolas Otamendi) ও জুলিয়ান আলভারেজ (Julian Alvarez) কোচিতে খেলতে আসবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, ভারতে আসছে না আর্জেন্টিনা দল।

১৩ ডিসেম্বর আসছেন মেসি

কেরলে ম্যাচ খেলতে আসুন বা না আসুন, ১৩ ডিসেম্বর কলকাতা সফরে আসছেন মেসি। তিনি দ্বিতীয়বার এই শহরে আসছেন। কলকাতায় কোনও ম্যাচ না খেললেও, বিভিন্ন জায়গায় যাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁকে ফের সামনে থেকে দেখার অপেক্ষায় কলকাতার ফুটবলপ্রেমীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।