Inter Miami: ইন্টার মায়ামিকে ফাইনালে তুললেন লিওনেল মেসি। নিজে একটি গোল করেন এবং তিনটি অ্যাসিস্টের মধ্য দিয়ে ইন্টার মায়ামিকে সিনসিনাটির বিরুদ্ধে ৪-১ গোলে জিতিয়ে প্রথমবারের জন্য এমএলএস কাপ ফাইনালে তুললেন তিনি।

Inter Miami: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আবারও চূড়ান্ত ফর্মে। ইন্টার মায়ামিকে ফাইনালে তুললেন ‘এলএম১০' (Inter Miami MLS Final)। নিজে একটি গোল করেন এবং তিনটি অ্যাসিস্টের মধ্য দিয়ে ইন্টার মায়ামিকে সিনসিনাটির বিরুদ্ধে ৪-১ গোলে জিতিয়ে প্রথমবারের জন্য এমএলএস কাপ ফাইনালে তুললেন তিনি (cincinnati vs inter miami)।

সেমিফাইনালে সিনসিনাটিকে হারাল মায়ামি

ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে, সিনসিনাটির বিরুদ্ধে ৪-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। বিশ্বকাপজয়ী এই তারকা নিজে একটি গোল করেন এবং বাকি তিনটি গোলের ক্ষেত্রে সহায়তা করেন। এদিন শুরু থেকে শেষপর্যন্ত, গোটা ম্যাচে আধিপত্য বজায় রাখে ইন্টার মায়ামি।

প্লে-অফে মোট ১২টি গোল করেছে মায়ামি। তার মধ্যে মেসি নিজেই করেছেন ৬টি গোল। বাকি ৬টি গোলের পিছনেও তাঁর অবদান অনস্বীকার্য। অর্থাৎ, প্রতিটি গোলের ক্ষেত্রেই মেসির অবদান রয়েছে। বোঝা যাচ্ছে যে, ৩৮ বছরের আর্জেন্টাইন ফুটবলারকে ছাড়া ফাইনালে ওঠার সুযোগ ছিল না মায়ামির কাছে।

মেসির অসাধারণ মরশুম

ম্যাচের ১৯ মিনিটে, সিনসিনাটির বিরুদ্ধে প্রথম গোলটি করেন মেসি। এরপর খেলার ৬২ এবং ৭৪ মিনিটে, জোড়া গোল করেন তাদেও আলেন্দে। তবে এই দুটি গোলের ক্ষেত্রেই পাস বাড়ান মেসি। তাঁর পাস থেকেই গোল করে যান ১৯ বছরের স্ট্রাইকার মাতেও সিলভেত্তি। সাসপেনশন কাটিয়ে ফিরলেও সিনসিনাটির বিরুদ্ধে লুই সুয়ারেজকে খেলায়নি মায়ামি। 

তাঁর বদলে এই তরুণ স্ট্রাইকারকে নামিয়ে দেয় তারা। শেষপর্যন্ত, ৪-১ গোলে সিনসিনাটির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় ইন্টার মায়ামি। অন্যদিকে, এই মরশুমে এখনও পর্যন্ত ২৮টি ম্যাচে মেসি ২৯টি গোল এবং ১৯টি অ্যাসিস্ট করেছেন। এই ক্লাবে যোগ দেওয়ার পর, ৫৩টি ম্যাচে তিনি ৫০টি গোল এবং ৩৫টি অ্যাসিস্ট করেছেন।

যেমন দেশের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন। ঠিক তেমনই ক্লাবের জার্সিতেও নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন মেসি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।