সংক্ষিপ্ত
কয়েকদিন পরেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। তার ঠিক আগে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
ইন্টার মায়ামি ছাড়ার পর অন্য কোনও ক্লাবে যোগ দেবেন না। পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন। এমনই ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ফুটবল ছাড়তে তৈরি না। আমি সারাজীবন ধরে ফুটবল খেলছি। আমি অনুশীলন, ম্যাচ উপভোগ করি। সব শেষ হয়ে যাবে, আমার এই ভয় সবসময়ই আছে। ইন্টার মায়ামিই আমার শেষ ক্লাব হতে চলেছে।’ পেশাদার কেরিয়ারে বার্সেলোনা, প্যারিস সাঁ-জা ও ইন্টার মায়ামির হয়ে খেলেছেন মেসি। ফুটবলকে বিদায় জানানোর আগে তাঁর বার্সেলোনায় ফেরার ইচ্ছা ছিল। কিন্তু সেই ইচ্ছা যে পূর্ণ হচ্ছে না, সেটা নিজেই বুঝিয়ে দিলেন এই তারকা।
কোপা আমেরিকার পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি?
২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন মেসি। তবে সেই সিদ্ধান্ত বদল করে আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামেন এই তারকা। তিনি এবারের কোপা আমেরিকাতেও খেলবেন। ২০২৬ সালের বিশ্বকাপে মেসি খেলবেন কি না স্পষ্ট নয়। এবারের কোপা আমেরিকায় খেলার পরেই পাকাপাকিভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন এই তারকা।
৩৭ বছর বয়সেও বিশ্বের সেরা ফুটবলার মেসি
ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও, মেসির ফিটনেস ও পারফরম্যান্সে প্রভাব পড়েনি। মেজর লিগ সকারে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই তারকা। তিনি যোগ দেওয়ার পর ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বেশ কয়েকজন তারকা। বেশ শক্তিশালী হয়ে উঠেছে দল। এবারের কোপা আমেরিকাতেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি মেসি। গত কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফের চ্যাম্পিয়ন হওয়াই মেসিদের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Lionel Messi: বার্সেলোনার কিংবদন্তি হয়ে রিয়াল মাদ্রিদের প্রশংসা! কী বললেন লিওনেল মেসি!
Copa America 2024: দেশের জার্সি গায়ে ৬ মাস পর মেসি, প্রস্তুতি ম্যাচে জয় আর্জেন্টিনার
Lionel Messi: ইচ্ছা থাকলেও কেন বার্সেলোনায় ফিরলেন না মেসি? খোলসা করলেন লা লিগা প্রেসিডেন্ট