Mohun Bagan News: মোহনবাগান সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন দেবাশিস দত্ত। সোমবার সরকারিভাবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। 

Mohun Bagan News: সভাপতি হিসেবে তাঁর নামে প্রায় চূড়ান্তই ছিল। শুধু কার্যকরী কমিটির বৈঠকের পর সরকারিভাবে জানিয়ে দেওয়া হল সেই কথা। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে মোহনবাগান ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন দেবাশিস দত্ত (mohun bagan election 2025)। 

কী জানালেন তিনি?

দেবাশিস দত্তের কথায়, "সবাইকে নমস্কার জানাই। সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাই। ১৯৯৪, বেসিক্যালি ১৯৯৫ সাল থেকে আমি মোহনবাগানের সঙ্গে জড়িত। আজ ২০২৫। এই ৩০ বছরে, আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন, সাহায্য করেছেন, আমাকে শিখিয়েছেন, তার জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।" 

তিনি জানিয়েছেন, “সত্যি কথা, আমি যা কিছু শিখেছি, তার পিছনে সংবাদমাধ্যমের অনেক অবদান আছে। আমার যখন সমালোচনা হয়েছে, প্রথম দিকে দুঃখ পেতাম, কষ্ট পেতাম। তারপর বুঝলাম, ওইখান থেকে আমাকে শিখতে হবে। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মোহনবাগানের সকল সদস্য এবং সমর্থকদের। তারা ছাড়া মোহনবাগানের কোনও অস্তিত্ব নেই। তাই তাদের আশীর্বাদেই আজকে আমাকে এই জায়গায় বসানো হল।"

সভাপতি বলেন, "সৃঞ্জয়ের নেতৃত্বে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি আজকে আমাকে নমিনেট করেছে। আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আমি আসার আগে প্রথমে যাই শ্রদ্ধেয় গোষ্ঠ পালের মূর্তিতে। তাঁর পাদদেশে আমি ফুল এবং মালা দিয়ে নমস্কার করি। তারপর ক্লাবে এসে, ১৯১১ সালে, যারা আমাদের ভগবান, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই সৃঞ্জয়কে সাথে নিয়ে। এরপর আমি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করি।"

আমাদের কাজটা অত্যন্ত কঠিন 

দেবাশিস দত্তর মতে, “আমাদের কাজটা অত্যন্ত কঠিন। কারণ, এই যৌথ কমিটি হওয়াতে আমাদের কাছ থেকে মোহনবাগান সদস্য-সমর্থকদের এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনেকটা বেড়ে গেছে। গত ৩ বছর মানুষ দেখেছে। কিন্তু আগামী ৩ বছরে, মানুষের আশা আরও বেড়ে গেছে। এটা শুধু সৃঞ্জয়-দেবাশিস কিংবা এক্সিকিউটিভ কমিটির বিষয় নয়। সকল সদস্য এবং সমর্থকদের সাহায্যেই আমাদের আগামী ৩ বছর এগোতে হবে। সর্বোপরি, মাননীয় সঞ্জীব গোয়েঙ্কার কাছেও আমি কৃতজ্ঞ। বিগত ৩ বছর ওনার সঙ্গে কাজ করে আমার যা অভিজ্ঞতা হয়েছে, মোহনবাগান ক্লাবের বিষয়ে উনি প্রচণ্ড প্যাশনেট। আমি আশা করব, সেটা আরও বাড়বে। প্রত্যেক বছর আমাদের যেইরকম ভালো টিম তৈরি হয়, সেইরকমই আরও ভালো টিম তৈরি হবে। সেইসঙ্গে, অ্যাথলেটিক্স, হকি এবং ক্রিকেটেও যেইরকম সাফল্য এসেছে, সেইরকম আরও সাফল্য আসবে। এটা আমাদের করতেই হবে। তাই কোনও ইগো না রেখে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।