Mohun Bagan News: নয়া ইনিংস শুরু করলেন সৃঞ্জয় বোস। দায়িত্ব নিলেন মোহনবাগান সচিব হিসেবে।
Mohun Bagan News: মোহনবাগান সচিব হিসেবে দায়িত্ব নিলেন সৃঞ্জয় বোস (mohun bagan election news)। এমনিতে অবশ্য আগে থেকেই তাঁর নাম চূড়ান্ত ছিল। তবে অপেক্ষা ছিল শুধু সরকারি ঘোষণার। ঠিক সেটাই হল শনিবার। মোহনবাগানে ক্লাবের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন সৃঞ্জয় বোস। সরকারিভাবে ঘোষণা করা হল তাঁর নাম এবং সঙ্গে সামনে এল ২১ সদস্যের এক্সিকিউটিভ কমিটিও (mohun bagan latest news)।
শনিবার সন্ধ্যায়, মোহনবাগানের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় ক্লাবের নতুন সচিব হিসেবে সৃঞ্জয় বোসের নাম ঘোষণা করেন। প্রসঙ্গত, গত ৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষদিন সৃঞ্জয় বোস সচিব পদে মনোনয়ন জমা দেন। আর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ছিল শুক্রবার।
তবে সৃঞ্জয় ছাড়া আর কেউ সচিব পদে মনোনয়ন জমা না দেওয়ায়, তিনিই যে নতুন সচিব হচ্ছেন তা কার্যত চূড়ান্তই হয়ে গেছিল। তবে যা খবর, তাতে ক্লাবের নতুন সভাপতি হতে চলেছেন দেবাশিস দত্ত। সৃঞ্জয় বোস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, সোমবার ক্লাবের কার্যকরী কমিটির একটি বৈঠক হবে। সেখানেই নতুন সভাপতির নাম ঠিক করা হবে। যেহেতু পুরোপুরিভাবেই সৃঞ্জয় বোসের প্যানেল জিতে ক্ষমতায় এসেছে, তাই কার্যকরী কমিটির বৈঠকে দেবাশিস দত্তের নাম শুধুমাত্রই সিলমোহরের অপেক্ষায় আছে।
এক্সিকিউটিভ কমিটিতে কারা কারা রয়েছেন?
সচিবঃ সৃঞ্জয় বোস
সহ-সচিবঃ সত্যজিৎ চ্যাটার্জি
ট্রেসারারঃ সন্দীপন ব্যানার্জি
ফিনান্স সেক্রেটারিঃ সুরজিৎ বসু
ফুটবল সেক্রেটারিঃ স্বপন ব্যানার্জি
ক্রিকেট সেক্রেটারিঃ সম্রাট ভৌমিক
হকি সেক্রেটারিঃ শ্যামল মিত্র
টেনিস সেক্রেটারিঃ সিদ্ধার্থ রায়
গ্রাউন্ড সেক্রেটারিঃ শ্বাশত বসু
ইয়ুথ ফুটবল সেক্রেটারিঃ শিল্টন পাল
অ্যাথলেটিক সেক্রেটারিঃ পিন্টু বিশ্বাস
এক্সিকিউটিভ মেম্বারঃ অনুপম সাহু
এক্সিকিউটিভ মেম্বারঃ দেবপ্রসাদ মুখার্জি
এক্সিকিউটিভ মেম্বারঃ দেবজ্যোতি বসু
এক্সিকিউটিভ মেম্বারঃ কাশীনাথ দাস
এক্সিকিউটিভ মেম্বারঃ মুকুল সিনহা
এক্সিকিউটিভ মেম্বারঃ পার্থজিৎ দাস
এক্সিকিউটিভ মেম্বারঃ রঞ্জন বসু
এক্সিকিউটিভ মেম্বারঃ সঞ্জয় মজুমদার
এক্সিকিউটিভ মেম্বারঃ সোহিনী মিত্র চৌবে
এক্সিকিউটিভ মেম্বারঃ সুদীপ্ত ঘোষ
এক্সিকিউটিভ মেম্বারঃ সোমেশ্বর বাগুই
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।