সংক্ষিপ্ত
ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর রবিবারই প্রথম ম্যাচ খেলতে নামল মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা লিগের এই ম্যাচে অবশ্য প্রথম দলের ফুটবলাররা ছিলেন না।
কলকাতা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে ১-০ হারিয়ে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করার পথে অনেকটা এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা লিগের গ্রুপ বি-তে বাস্তব রায়ের দলের আর ২ ম্যাচ বাকি। এই ২ ম্যাচ মহামেডান স্পোর্টিং ক্লাব ও ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে। ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই সুপার সিক্সে পৌঁছে যাবে সবুজ-মেরুন। ১০ ম্যাচ খেলে মোহনবাগান সুপার জায়ান্টের পয়েন্ট ২৩। শীর্ষে থাকা মহামেডান স্পোর্টিং ক্লাব ১১ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবার এফসি ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট পেয়েছে। ৩ নম্বরে থাকা কালীঘাট এমএস ১২ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট এখন ৪ নম্বরে। ফলে বাকি ২ ম্যাচ গুরুত্বপূর্ণ।
এদিন ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে একমাত্র গোল করেন রোহেন সিং। ২২ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করেন রোহেন। এরপর ব্যবধান বাড়ানোর অনেক সুযোগ পায় সবুজ-মেরুন। কিন্তু আর গোল হয়নি। পিয়ারলেসের গোলকিপার সঞ্জয়ও অসাধারণ পারফরম্যান্স দেখান। তার ফলেই গোলসংখ্যা বাড়াতে পারেননি কিয়ান নাসিরি, ফারদিন, টাইসনরা।
ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে এখন আনন্দের রেশ। সদস্য-সমর্থকরা সবাই খুশি। এরই মধ্যে আইএসএল-এর আগামী মরসুমের প্রস্তুতি চলছে। এবারের আইএসএল শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। জাতীয় দলের ম্যাচের জন্য আইএসএল উদ্বোধন ১০ দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু সেই অনুরোধে সাড়া দেয়নি এফএসডিএল। এক্ষেত্রে এআইএফএফ-এর হাত-পা বাঁধা। ফলে ২১ সেপ্টেম্বরই শুরু হচ্ছে আইএসএল।
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এবারের আইএসএল-এর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। কলকাতায় প্রথম ম্যাচ ২৩ সেপ্টেম্বর। সেদিন আইএসএল-এর নতুন দল পাঞ্জাব এফসি-র মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। এবারের ডুরান্ড কাপে পাঞ্জাব এফসি-কে হারিয়ে দেয় সবুজ-মেরুন। ফলে আইএসএল-এর প্রথম ম্যাচে ঘরের মাঠে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী গতবারের চ্যাম্পিয়নরা। তবে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল-এ উঠে এসেছে পাঞ্জাব এফসি। ফলে এই দলটিও লড়াই করতে পারে।
এবারের আইএসএল-এ ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর। ঘরের মাঠে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলবে লাল-হলুদ। এখনও পর্যন্ত আইএসএল-এ ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ভালো নয়। এবার সাফল্য পেতে মরিয়া কার্লেস কুয়াদ্রাতের দল।
আরও পড়ুন-
India Vs China: অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে চিনের কাছে হার ভারতের
Cristiano Ronaldo Vs Lionel Messi: 'মেসির সঙ্গে আর লড়াই নেই,' ঘোষণা রোনাল্ডোর
Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস