- Home
- Sports
- Football
- Mohun Bagan Transfer: মোহনবাগানে আসছেন বুন্দেশলিগাতে খেলা তারকা ফুটবলার? বিরাট আপডেট
Mohun Bagan Transfer: মোহনবাগানে আসছেন বুন্দেশলিগাতে খেলা তারকা ফুটবলার? বিরাট আপডেট
আসন্ন মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিল মোহনবাগান (Mohun Bagan)।
- FB
- TW
- Linkdin
)
Mohun Bagan Transfer: মোহনবাগান এবার নামবে আইএসএল প্লে-অফের ম্যাচ খেলতে
তবে চলতি প্রতিযোগিতায় গোটা দলের যা পারফরম্যান্স, তাতে আশায় বুক বাঁধতেই পারেন সবুজ মেরুন সমর্থকরা (ISL Playoff 2024-25)।
তবে তারই মাঝে টিম ম্যানেজমেন্ট শুরু করে দিয়েছে আগামীর পরিকল্পনা
সূত্রের খবর, বুন্দেশলিগাতে (Bundesliga) খেলা এক ফুটবলার এবার আসতে পারেন মোহনবাগানে (Mohun Bagan)।
সেইরকমই এক ফুটবলারের দিকে নজর রয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের
ইতিমধ্যেই অবশ্য প্লে-অফকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan Transfer Update)।
ইতিমধ্যেই লিগ শিল্ড জয় করেছেন পেত্রাতোসরা
আর এবার লক্ষ্য আইএসএল (ISL) ট্রফি।
সেইসঙ্গে, সামনের মরশুমে এএফসি-র ম্যাচও রয়েছে
তাই বেশি দেরি না করে নতুন ফুটবলার খোঁজার কাজ শুরু করে দিল মোহনবাগান (Mohun Bagan Team News)।
কিন্তু কে সেই ফুটবলার?
তা নিয়েই চলছে জল্পনা।
ফুটবলারটির নাম জ্যাকসন ইরভাইন (Jackson Irvine)
তিনি এর আগে খেলেছেন এফসি সেন্ট পাউলির হয়ে।
৩২ বছর বয়সী এই ফুটবলারটি আবার অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও খেলেন
মূলত তিনি সেন্ট্রাল মিডফিল্ডের ফুটবলার।
হাল সিটি এবং সেলটিকের হয়েও খেলেছেন এই অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারটি
শুধু তাই নয়, ক্লাব ফুটবলেও যেমন গোল করেছেন এবং জাতীয় দলের হয়েও গোল পেয়েছেন।
নিজের ক্যারিয়ারে মোট ৪৪টি গোল পেয়েছেন তিনি ক্লাব ফুটবলে
শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।
সূত্রের খবর, তাঁকে দলে নেওয়ার বিষয়ে আশাবাদী সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট
তবে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।