সংক্ষিপ্ত

লিগ শিল্ড পকেটে। ইতিমধ্যেই সেই শিরোপা নিজেদের দখলে নিয়েছে মোহনবাগান (Mohun Bagan)।

Mohun Bagan: আইএসএল প্লে-অফ (ISL Playoff 2024-25) পর্বের খেলা এখনও বাকি। তবে গোটা দলের যা পারফরম্যান্স, তাতে আশায় বুক বাঁধতেই পারেন সবুজ মেরুন সমর্থকরা। আর তারই মাঝে শুরু হয়ে গেছে আগামীর পরিকল্পনা। শোনা যাচ্ছে, পাঞ্জাব এফসির এক ফুটবলারের দিকে নজর রয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের।

ইতমধ্যেই প্লে-অফের সূচি সামনে চলে এসেছে। লিগ টেবিলের সেরা ছয়ের মধ্যে যে দলগুলি রয়েছে, তাদের মধ্যে তৃতীয় এবং ষষ্ঠ স্থানে থাকা দল নকআউটের একটি ম্যাচে মুখোমুখি হবে। ঠিক একইভাবে নকআউটে মুখোমুখি হবে চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা দল। প্রথম নকআউট পর্বের খেলাতে বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি ম্যাচের বিজয়ী দল দুটি পর্বে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় লেগের ভিত্তিতে সেমিফাইনাল খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে (Mohun Bagan Transfer Update)।

অন্যদিকে, দ্বিতীয় নকআউট ম্যাচে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড বনাম জামশেদপুর এফসি। সেই ম্যাচের বিজয়ী দল প্রথম এবং দ্বিতীয় লেগের সেমিফাইনালে খেলতে নামবে মোহনবাগানের বিরুদ্ধে (ISL Playoffs 2025 Date)।

কিন্তু সবুজ মেরুন ব্রিগেড ইতিমধ্যেই লিগ শিল্ড জিতে নিয়েছে। ফলে, আসন্ন মরশুমে এএফসি-র (AFC) ম্যাচও খেলতে হবে। এমতাবস্থায় দল গোছানোটাও ভীষণভাবে জরুরি একটা বিষয়। অর্থাৎ, শক্তিশালী দল নিয়েই লড়াইতে থাকতে চাইছে বাগান ব্রিগেড (Mohun Bagan Transfer News)।

এএফসি-র (AFC) ম্যাচে সেট টিমের সঙ্গে বিকল্পও তৈরি রাখতে চাইছে তারা। অতএব, সেইমতোই ঝাঁপাতে চাইছে মোহনবাগান। সূত্র মারফৎ জানা যাচ্ছে, পাঞ্জাব এফসির ডিফেন্ডার টেকচাম অভিষেক সিংকে দলে নিতে পারে তারা।

চলতি মরশুমে ২২টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তাছাড়া তাঁর দুটি ক্লিনশিটও রয়েছে। সেইসঙ্গে, ৪৭টি ইন্টারসেপশন এবং ১৪১টি রিকভারি রয়েছে এই ফুটবলারটির নামের পাশে। সূত্রের খবর, সেই টেকচাম অভিষেক সিংকে (Tekcham Abhishek Singh) দলে নিতে প্রাথমিক কথাবার্তা শুরু করে দিয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেসেন্ট।

শোনা যাচ্ছে, তাঁকে নিতে হলে ট্রান্সফার ফি দিয়েই সই করাতে হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনও কিছুটা সময় লাগবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।