সংক্ষিপ্ত
কলকাতায় আগেও কোচিং করিয়ে গিয়েছেন। কিন্তু এবার যে পরিস্থিতি ভিন্ন, তা শহরে পা দিয়েই টের পেলেন মোহনবাগান সুপার জায়ান্টের নতুন প্রধান কোচ হোসে মলিনা।
সোমবার মোহনবাগান দিবস। তার ঠিক আগের দিন কলকাতায় পৌঁছে গেলেন মোহনবাগান সুপার জায়ান্টের নতুন প্রধান কোচ হোসে মলিনা। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন সমর্থকরা। তাঁরা মালা পরিয়ে নতুন কোচকে অভ্যর্থনা জানালেন। কলকাতায় পা রেখেই সমর্থকদের আবেগ-উন্মাদনা টের পেলেন মলিনা। একইসঙ্গে প্রত্যাশার চাপও বুঝতে পারছেন এই স্প্যানিশ কোচ। ১৮ অগাস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি। সেই ম্যাচে জয়ের জন্য নতুন কোচের কাছে আবদার জানালেন মোহনবাগান সমর্থকরা। কলকাতা লিগের ডার্বিতে হেরে গিয়েছে মোহনবাগান। ফলে ডুরান্ড কাপের কলকাতা ডার্বি সবুজ-মেরুন শিবিরের কাছে বদলার লড়াই। সেই লড়াইয়ে যে জিততে হবে, সেটা কলকাতায় আসার পরেই বুঝে গেলেন মলিনা। ফলে তাঁকে এখন থেকেই ডার্বি জেতার জন্য দলকে তৈরি করতে হবে।
সহকারীদের নিয়ে কলকাতায় মলিনা
এবার মোহনবাগান সুপার জায়ান্টে মলিনার পছন্দের একাধিক বিদেশি সাপোর্ট স্টাফ থাকছেন। তাঁদের নিয়েই রবিবার কলকাতায় পৌঁছে গেলেন সবুজ-মেরুনের নতুন প্রধান কোচ। তাঁর সঙ্গে সহকারী কোচ হিসেবে থাকছেন বাস্তব রায়। শনিবার ডাউনটাউন হিরোজ এফসি-র বিরুদ্ধে কোচ হিসেবে ছিলেন বাস্তব। তবে কলকাতা ডার্বিতে অবশ্য কোচিংয়ের দায়িত্ব নিতে পারেন মলিনা। ডুরান্ড কাপের পর এএফসি কাপ, আইএসএল আছে। মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দল সবে প্রথম ম্যাচ খেলল। সব বিদেশি ফুটবলার এখনও কলকাতায় এসে পৌঁছননি। ফলে দলকে তৈরি করার জন্য সময় পাচ্ছেন নতুন কোচ।
এএফসি কাপ, আইএসএল মূল লক্ষ্য
এএফসি কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল গড়লেও, গত মরসুমে এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। এবার আইএসএল-এর পাশাপাশি এএফসি কাপেও ভালো পারফরম্যান্সই মলিনার প্রধান লক্ষ্য। সব বিদেশি ফুটবলারকে অনুশীলনে পেয়ে গেলে দলকে বড় প্রতিযোগিতার জন্য তৈরি করবেন সবুজ-মেরুনের নতুন কোচ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্ডারের দিকে হাত বাড়াচ্ছে ইস্টবেঙ্গল! দলবদল হবে?
যুবভারতী, কিশোর ভারতীতে ডুরান্ড কাপের ম্যাচের টিকিট বণ্টন কীভাবে? জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী
Antonio López Habas: মোহনবাগান অতীত, ইন্টার কাশীর দায়িত্ব নিয়ে ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন হাবাসের