সংক্ষিপ্ত

চলতি আইএসএল-এ ভালো জায়গায় নেই ইস্টবেঙ্গল। এবারও সুপার সিক্সের যোগ্যতা অর্জনের আশা নেই বললেই চলে। তবে এই পরিস্থিতিতেও নতুন বিদেশি ফুটবলারকে কলকাতায় নিয়ে চলে এল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

কলকাতায় পৌঁছে গেলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফুটবলার রাফায়েল মেসি বৌলি। ক্যামেরুনের এই ফুটবলার শুক্রবার শেষ দুপুরে কলকাতায় পৌঁছন। এরপর তিনি সোজা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যান। তাঁর হাতে লাল-হলুদ জার্সি তুলে দেওয়া হয়। ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে ফটোসেশনে যোগ দেন মেসি। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়িন এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। তার আগে শুক্রবার চূড়ান্ত প্রস্তুতি সেরে নেন নাওরেম মহেশ সিং, নন্দকুমার শেখররা। দলের সবার সঙ্গে পরিচিত হন মেসি। তিনি সতীর্থদের সঙ্গে কথা বলেন। শনিবারের ম্যাচে খেলবেন না লাল-হলুদের নতুন বিদেশি ফুটবলার। তবে গ্যালারিতে বসে সতীর্থদের খেলা দেখবেন মেসি। এরপর তিনি দলের সবার সঙ্গে অনুশীলন করবেন, খেলতে নামবেন।

ইস্টবেঙ্গলে ক্যামেরুনের তৃতীয় ফুটবলার

প্রায় দুই দশক পর ইস্টবেঙ্গলে যোগ দিলেন ক্যামেরুনের কোনও ফুটবলার। ২০০৫-০৬ মরসুমের জাতীয় লিগে ইস্টবেঙ্গলের হয়ে খেলেন ক্যামেরুনের দীর্ঘদেহী সেন্টার ব্যাক এনগাসা গাই মার্শাল এবং ছটফটে মিডফিল্ডার এনডেম হাই হার্ভে। এই দুই ফুটবলারই ভালো পারফরম্যান্স দেখান। সেই সময় ইস্টবেঙ্গলের কোচ ছিলেন বেলজিয়ামের ফিলিপ ডি'রাইডার। পরের মরসুমে মার্শাল ও এনডেমকে দলে রাখেনি ইস্টবেঙ্গল। মার্শাল ভারত ছাড়লেও, মোহনবাগানে যোগ দেন এনডেম। তিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলও করেন। এবার ক্যামেরুনের তৃতীয় ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দিলেন মেসি। তিনি ২৮ নম্বর জার্সি পরে খেলবেন।

হিজাজির পরিবর্তে বিদেশি স্টপার আসবেন?

ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা চলতি আইএসএল-এ কোনও ম্যাচেই গোল পাননি। তিনি সম্প্রতি চোট পেয়েছেন। চলতি মরসুমে হয়তো আর ক্লেইটনের পক্ষে মাঠে নামা সম্ভব হবে না। এই কারণেই মেসিকে দলে নিল ইস্টবেঙ্গল। জর্ডনের জাতীয় দলের ডিফেন্ডার হিজাজি মাহেরও চোট পেয়েছেন। তিনি চলতি মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। হিজাজির পরিবর্তে একজন বিদেশি ডিফেন্ডারকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য প্রস্তুতি নিচ্ছে লাল-হলুদ শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয়েও লাভ হল না, এআইএফএফ-এর সিদ্ধান্তে অস্বস্তিতে ইস্টবেঙ্গল

গোলের সুযোগ নষ্ট করে মুম্বইয়ের বিরুদ্ধে ড্র, আইএসএল-এ এগারোর গেরো কাটাল ইস্টবেঙ্গল

হারের খরা কাটিয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়, সুপার সিক্সের আশায় ইস্টবেঙ্গল