সংক্ষিপ্ত

Real Madrid: বিশ্ব ফুটবল কার্যত সরগরম। ঠিক আগের দিন ১-০ ব্যবধানে লেগানেসকে পরাজিত করে বার্সেলোনা (Barcelona)।

Real Madrid: আলাভেসকে এবার ১-০ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। যেন লড়াই হচ্ছে শেয়ানে শেয়ানে। বার্সেলোনার (Barcelona) পিছু যেন কিছুতেই ছাড়ছে না রিয়াল মাদ্রিদ। কিন্তু লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তবে সেই জন্য রিয়ালের জয় একেবারেই আটকায়নি।

 

 

তবে প্রিমিয়ার লিগে বেশ খারাপ হাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এবার নিউক্যাসল ইউনাইটেডের কাছে লজ্জার হার তাদের। এদিনের ম্যাচে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেছেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। ম্যাচের ৩৪ মিনিটে, দলের হয়ে একমাত্র গোলটি করেন তিনি। আর সেই গোলই ফয়সালা গড়ে দেয় ম্যাচের।

এদিকে খেলার ৩৮ মিনিটের মাথায়, লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান এমবাপে। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে, ৭০ মিনিটের দিকে আলাভেসের মানু স্যাঞ্চেজ়কেও লাল কার্ড দেখান রেফারি। যদিও অনেক চেষ্টা করেও আলাভেস ম্যাচে সমতা ফেরাতে পারেনি।

সবথেকে বড় বিষয়, দলের প্রধান কোচ কার্লো আনসেলোত্তি এই ম্যাচে নির্বাসিত ছিলেন। এই ম্যাচে তাই রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেন তাঁর পুত্র তথা সহকারী কোচ ডেভিড আনসেলোত্তি। তাঁর কথায়, এমবাপে লাল কার্ড দেখার পর তারা বেশ চাপে পড়ে গেছিলেন। তবে বাকিরা তাঁর অভাব পুরোটাই মিটিয়ে দিয়েছেন।

তবে দলের খেলায় তিনি বেশ খুশি। এই জয়ের ফলে, ৩১টি ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৬। তবে একই সংখ্যক ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট এই মুহূর্তে ৭০। অর্থাৎ, রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। তবে লিগে এখনও ৭টি ম্যাচ বাকি।

এখন দেখার বিষয় এটিই যে, শেষপর্যন্ত বার্সেলোনা কি তাদের এই লিড ধরে রাখতে পারবে?

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।