এইরকম উদাহরণ ভারতীয় ফুটবলে (Indian Football) খুব একটা নেই। যে অবসরের পর আবারও ফিরে এসেছেন দলের স্বার্থে।
Sunil Chhetri Comeback: জাতীয় দলে ফিরে এসেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বলা ভালো, জাতীয় ফুটবল দল (Indian Football Team) থেকে অবসর নেওয়ার পরেও ফিরিয়ে আনা হয়েছে সুনীল তাঁকে। চলতি মাসে মালদ্বীপের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ এবং এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি (Sunil Chhetri Comeback)।
আর সুনীলকে (Sunil Chhetri) অবসর ভাঙাতে সাহায্য করেছেন খোদ জাতীয় দলের হেড কোচ মানোলো মারকুয়েজ (Manolo Marquez)। শনিবার মোহনবাগানের বিরুদ্ধে হারের পর সাংবাদিক বৈঠকে মানোলো জানিয়েছেন, “আমরা এমন একটা প্রতিযোগিতাতে খেলতে নামব, যেটা জিততে হবে এবং তার জন্য গোল করতে হবে। আর সেটা খেলার মধ্যে থেকেই হোক বা সেট পিস থেকে। আমার কোচিং-এ চার ম্যাচে দল মাত্র দুটি গোল করেছে। কিন্তু আমরা আরও গোল করতে চাই। আইএসএল-এর দিকে তাকালে দেখবেন ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে সুনীল। তারপর ব্রাইসন ফার্নান্ডেজ় এবং শুভাশিস বোস রয়েছে। জাতীয় দলে এমন খেলোয়াড়কে দরকার, যারা নেমেই ভালো খেলতে পারে।”
৪০ বছরের সুনীলকে যে গোল করার জন্যই ফেরানো হয়েছে, তা এককথায় স্পষ্ট করে দিয়েছেন মানোলো। তবে এটাও তিনি স্বীকার করে নিয়েছেন যে, জাতীয় দলে আরও বেশি করে তরুণদের সুযোগ দিতে হবে (Sunil Chhetri Comeback News)।,
মানোলোর কথায়, “আগামীদিনে ভারতের হয়ে যারা খেলবে, তাদেরকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। কিন্তু জাতীয় দলের একটা ফলাফল তো করতে হবে। এই মুহূর্তে ছেত্রীই সেরা একজন ভারতীয় স্ট্রাইকার। এতে কোনও সন্দেহ থাকার কথা নয়।”
তবে একটি বিষয় পরিষ্কার যে, সুনীলকে ফেরৎ আনার বিষয়ে বাড়তি উদ্যোগ নেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ (Sunil Chhetri Comeback Indian Football)। তাঁর ইচ্ছেতেই ফের একবার জাতীয় দলের জার্সিতে ফের একবার মাঠে নামবেন সুনীল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


