Super Cup 2025: গোয়ার জেএলএন ফতোরদা স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায়, হাইভোল্টেজ ডার্বি (super cup derby 2025)। মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ, দুই দলই রয়েছে গ্রুপ এ-তে (mohun bagan vs east bengal)।

Super Cup 2025: সুপার কাপের মেগা লড়াই। গোয়ার জেএলএন ফতোরদা স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায়, হাইভোল্টেজ ডার্বি (super cup derby 2025)। মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ, দুই দলই রয়েছে গ্রুপ এ-তে (mohun bagan vs east bengal)। 

সুপার কাপ ডার্বি

Scroll to load tweet…

আর সেই গ্রুপ এ-র পয়েন্ট টেবিলের দিকে যদি নজর রাখা যায়, তাহলে বিষয়টা আরও একটু পরিষ্কার হয়ে যাবে। পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে ইস্টবেঙ্গল। ২টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট চার। একটি জয় এবং একটি ড্র। মোহনবাগানেরও তাই। ২টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট চার। একটি জয় এবং একটি ড্র। কিন্তু গোল পার্থক্যের নিরিখে এগিয়ে আছে লাল হলুদ ব্রিগেড। 

তাই তারা এক নম্বরে এবং মোহনবাগান দুই নম্বরে রয়েছে। ফলে, এই ম্যাচ ড্র করলেই চলবে ইস্টবেঙ্গলের। তাহলেই তারা পরের রাউন্ডে চলে যাবে। কিন্তু সবুজ মেরুন ব্রিগেডকে এই ম্যাচে জিততেই হবে। 

Scroll to load tweet…

আর সেই জায়গায় দাঁড়িয়েই, লড়াই হবে জমজমাট। তবে এই ইস্টবেঙ্গলকেই টাইব্রেকারে হারিয়ে কয়েকদিন আগে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। তাই আত্মবিশ্বাসের দিক দিয়ে কিছুটা হলেও এগিয়ে সবুজ মেরুন ফুটবলাররা। এমনটাই মনে করছে, ফুটবল মহল। 

তবে এই কথাও ঠিক যে, এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে ৯০ মিনিটে যে দল ভালো খেলবে, তারাই বাজিমাৎ করবে। 

Scroll to load tweet…

কী বলছে দুই দল?

অন্যদিকে, ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জোসে মোলিনা জানালেন, “আমরা ভালো খেলার জন্য তৈরি। ছেলেরা অনুশীলন করছে। ডার্বি সবসময়ই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি। জয় ছাড়া কিছুই ভাবছি না।"

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর কথায়, “আমরা ড্র করার মানসিকতা নিয়ে খেলতে নামব না। মোহনবাগান এমন একটা দল, যারা যেকোনও মুহূর্তে গোল করে দিতে পারে। তাই আমরা জয়ের জন্যই মাঠে নামব এবং প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে ছেলেরা।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।