Super Cup 2025: ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায় (super cup 2025)। কোনও দলই গোল করতে পারল না। খেলার শুরু থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণ চলতে থাকে। 

Super Cup 2025: সুপার কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার, জেএলএন ফতোরদা স্টেডিয়ামে ডেম্পোর মুখোমুখি হয় মোহনবাগান (mohun bagan vs dempo sc live)। সেই ম্যাচই শেষ হল গোলশূন্য অবস্থায় (super cup 2025)। কোনও দলই গোল করতে পারল না। 

সেই ম্যাচই শেষ হল গোলশূন্য অবস্থায়

খেলার শুরু থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণ চলতে থাকে। তবে গোল করার মতো পরিস্থিতি কোনও দলই তৈরি করতে পারেনি। তবে ফাউল করার অপরাধে দীপেন্দুর হলুদ কার্ড কিছুটা চিন্তা বাড়াবে মোহনবাগান কোচের। 

এরপর ম্যাচের ৩৪ মিনিটে, সবুজ মেরুনের অন্যতম ভরসা দিমিত্রি পেত্রাতোসের শট একটুর জন্য বাইরে চলে যায়। তার কয়েক মিনিট বাদেই আবার আশিস রাইয়ের হেড সেভ করেন ডেম্পো গোলকিপার আশিস সিবি। তবে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। খেলা শেষ হয় গোলশূন্য অবস্থাতেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গতি বাড়ায় মোহনবাগান। তবে গোলের দরজা খুলছিল না কিছুতেই। তবে চেষ্টা জারি রেখেছিল জোসে মোলিনার ছেলেরা। এমনকি, সবুজ মেরুনের হয়ে মাঠে আসেন আপুইয়া। এদিকে খেলার ৬৮ মিনিটে, জেমি ম্যাকলারেনের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তার ঠিক পরের মিনিটেই, দিমিত্রি পেত্রাতোসের শট ব্লক করেন ডেম্পো ডিফেন্ডাররা। কিন্তু সময় এগোচ্ছিল ক্রমশই। 

আক্রমণ এবং প্রতি আক্রমণ, গোলের দেখা নেই

ফলে, দলে আরেকটি পরিবর্তন আনেন সবুজ মেরুন হেডস্যার। রবসনকে তুলে নিয়ে নামিয়ে দেন মনবীর সিংকে। তবে ডেম্পো কোচ সমীর নায়েকের প্রশংসা করতেই হবে। দীর্ঘক্ষণ, ভারতের অন্যতম শক্তিশালী দলকে আটকে রাখেন। শেষ ১৫ মিনিট, আরও চাপ বাড়াতে থাকে মোহনবাগান। পাল্টা শক্তি প্রদর্শন করতে থাকেন ডেম্পোর রক্ষণভাগের ফুটবলাররা।

সবথেকে বড় বিষয়, ঘরের মাঠে সবুজ মেরুনকে রুখে দিতে তৎপর হয়ে ওঠে ডেম্পো। দলে একাধিক পরিবর্তনও আনেন কোচ। সেই সুবাদেই ম্যাচের ৮৭ মিনিটে, একটি আক্রমণ তুলে আনে তারা। ভিশাল কেইথ সঠিক সময়ে গোল ছেড়ে বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। নির্ধারিত সময়ের পর, আরও ৭ মিনিট সংযুক্তি সময় যোগ করা হয়। শেষের কয়েক মিনিট, লাগাতার আক্রমণ শানাতে থাকে মোহনবাগান।

মোহনবাগানের প্রথম একাদশঃ ভিশাল কেইথ (গোলকিপার), টম অ্যালড্রেড, দিমিত্রি পেত্রাতোস (অধিনায়ক), রবসন, অভিষেক সূর্যবংশী, সাহাল; আবদুল সামাদ, দীপক টাংরি, টেকচাম অভিষেক সিং, দীপেন্দু বিশ্বাস, জেসন কামিংস, আশিস রাই 

ডেম্পোর প্রথম একাদশঃ আশিস সিবি (গোলকিপার), মহম্মদ আলি, অ্যারিস্টন কোস্টা (অধিনায়ক), ডৌঙ্গেল, সাইয়েশ বাগকার, শুভম রাওয়াত, ভিয়েরি কোলাসো, বিনয় বিজয় হারজি, অময় মোরাজকার, প্রুথভেশ পেদনেকার, ড্যানিয়েল