Newell’s Old Boys vs Rosario Central: আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে নেওয়েলস ওল্ড বয়েজ বনাম রোজারিও সেন্ট্রালের লড়াই নতুন কিছু নয়। এবার এই লড়াইয়ে বালক ফুটবলারদের জড়িয়ে ফেলা হল। এই ঘটনা নিয়ে আর্জেন্টিনার ফুটবল মহলে তোলপাড় শুরু হয়েছে।

The Rosario Derby Newell’s Old Boys vs Rosario Central: একই শহরের প্রতিদ্বন্দ্বী দলের তারকা ফুটবলারের সঙ্গে ছবি তোলা অপরাধ! লিওনেল মেসির (Lionel Messi) ছোটবেলার ক্লাব নেওয়েলস ওল্ড বয়েজ (Newell's Old Boys) ম্যানেজমেন্ট এমনই মনে করছে। রোজারিও সেন্ট্রাল (Rosario Central) দলের তারকা ইগন্যাসিও ম্যালকোরার (Ignacio Malcorra) সঙ্গে ছবি তোলায় ৯ বছর বয়সি কয়েকজন ফুটবলারকে সাসপেন্ড করা হল। তিন মাস আগে এক টুর্নামেন্ট চলাকালীন নেওয়েলস ওল্ড বয়েজ অ্যাকাডেমির কয়েকজন ফুটবলার গত পাঁচ মরসুম ধরে রোজারিও সেন্ট্রালের হয়ে খেলা ম্যালকোরার সঙ্গে ছবি তোলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়েছে। এরপরেই বালক ফুটবলারদের স্কলারশিপ তিন মাসের জন্য বাতিল করা হয়েছে। এই ফুটবলারদের অনুশীলনেও নামতে দেওয়া হচ্ছে না।

২ ক্লাবের রেষারেষির শিকার বালকরা

আর্জেন্টিনার (Argentina) ঘরোয়া ফুটবলে রোজারিও ডার্বি (The Rosario derby) বিখ্যাত। নেওয়েলস ওল্ড বয়েজ ও রোজারিও সেন্ট্রালের লড়াই ঘিরে দু'ভাগ হয়ে যায় শহর। তবে শুধু ম্যাচের দিনই নয়, সবক্ষেত্রেই এই দুই দলের রেষারেষি দেখা যায়। বিপক্ষ দলের কারও সঙ্গে যোগাযোগ রাখাকে অপরাধ হিসেবে দেখা হয়। এক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। নেওয়েলস ওল্ড বয়েজের কর্তাদের দাবি, ক্লাবের কট্টর সমর্থকরা বালক ফুটবলারদের হুমকি দিচ্ছেন। এই কারণেই তাদের সাসপেন্ড করা হল।

আর্জেন্টিনায় তীব্র বিতর্ক

বালক ফুটবলারদের এভাবে শাস্তি দেওয়া নিয়ে আর্জেন্টিনার ফুটবল মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ম্যালকোরা বলেছেন, ‘বাচ্চাদের জন্য খারাপ লাগছে। বাচ্চারা নিষ্পাপ। ওরা রেষারেষি পুরোটা বুঝতে পারে না। যে কোনও শিশুর মতোই ওরা সর্বোচ্চ পর্যায়ে খেলা একজন ফুটবলারের সঙ্গে ছবি তুলতে চেয়েছিল।’ আর্জেন্টিনার জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘তুমি যদি একদিন প্রথম ডিভিশনে খেলার স্বপ্ন দেখো, তাহলে কার সঙ্গে ছবি তুলছো, সেটা গুরুত্বপূর্ণ নয়।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।