সংক্ষিপ্ত

এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত লড়াই চলছে। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে স্পেনের ক্লাবটি।

চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় ম্যাচ জিতে গ্রুপ এইচ-এর শীর্ষে থাকল বার্সেলোনা। ৩ ম্যাচ খেলে স্পেনের দলটির পয়েন্ট ৯। বুধবার রাতে চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার ডোনেৎসককে ২-১ গোলে হারিয়ে দিল বার্সা। ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে শাখতার। এই ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করেন ফেরান টোরেস ও ফেমিন লোপেজ। ২৮ মিনিটে প্রথম গোল করে বার্সাকে এগিয়ে দেন ফেরান। ৮ মিনিট পর ব্যবধান বাড়ান ফেমিন। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল বার্সা। ৬২ মিনিটে শাখতারের হয়ে ব্যবধান কমান হিরোরহি সুদাকভ। তবে এরপর এই ম্যাচে আর গোল হয়নি। ফলে জয় পেল বার্সা। অন্য ম্যাচে লাজিওকে ৩-১ গোলে উড়িয়ে দিল ফেয়েনুর্ড। জোড়া গোল করেন স্যান্টিয়াগো গিমেনেজ। অপর গোলটি করেন রামিজ জেরুকি। লাজিওর হয়ে ব্যবধান কমান পেড্রো।

গত ২ মরসুমের হতাশা কাটাতে মরিয়া বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২ মরসুমে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয় বার্সেলোনাকে। এবার সেই হতাশা দূর করতে মরিয়া স্পেনের ক্লাবটি। প্রথম ম্যাচে অ্যান্টউইর্পকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পোর্তোর বিরুদ্ধে জয় পায় বার্সা। বুধবার রাতে তৃতীয় ম্যাচ জিতে নক-আউটের যোগ্যতা অর্জন করার পথে অনেকটা এগিয়ে গেলেন ইলকে গুন্ডোগান, হোয়াও ফেলিক্সরা।

চোট-আঘাতে জর্জরিত বার্সেলোনা

একাধিক ফুটবলার চোট পেয়ে মাঠের বাইরে থাকায় কিছুটা সমস্যায় বার্সেলোনার প্রধান কোচ জাভি হার্নান্ডেজ। শাখতারের বিরুদ্ধে খেলতে পারেননি জুলস কুন্দে, পেড্রি, ফ্রেঙ্কি ডে জং, রবার্ট লেওয়ানডস্কির মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা। ফলে দলে বদল আনতে বাধ্য হন জাভি। তবে তা সত্ত্বেও জয় পেল বার্সা। এর ফলে শনিবারের এল ক্লাসিকোর আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গেল জাভির দল। রিয়াল মাদ্রিদের চেয়ে কিছুটা অপ্রস্তুত বার্সা। তবে এল ক্লাসিকোতে লড়াই করতে তৈরি বার্সা।

বার্সেলোনাকে পুরনো জায়গায় নিয়ে যেতে মরিয়া জাভি

বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে ভালো সময়ের অন্যতম তারকা ছিলেন জাভি। তাঁর সঙ্গে আন্দ্রে ইনিয়েস্তা ও লিওনেল মেসির জুটি বার্সাকে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে। ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন জাভি। এবার কোচ হিসেবেও তিনি সেই সাফল্য পেতে চান। ক্লাবকে পুরনো জায়গায় নিয়ে যাওয়াই জাভির লক্ষ্য। বার্সার প্রতি তাঁর আনুগত্য প্রশ্নাতীত। সেই কারণেই দলকে সাফল্য এনে দেওয়ার জন্য তাঁর উপর ভরসা করছে ম্যানেজমেন্ট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

UEFA Champions League: জয় পেয়ে গ্রুপ শীর্ষে আর্সেনাল-রিয়াল, 'অপয়া' হ্যারি-ই ত্রাতা হলেন লাল ম্যাঞ্চেস্টারের

Cristiano Ronaldo: ফের ব্যালন ডি'অর জিতছেন মেসি? জল্পনা শুনে কী প্রতিক্রিয়া রোনাল্ডোর?

YouTube video player