UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সফলতম দল রিয়াল মাদ্রিদ এবারও খেতাব জয়ের লড়াইয়ে আছে। স্পেনেরই দল অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গিয়েছে রিয়াল মাদ্রিদ।
Real Madrid vs Atletico Madrid: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে (Atletico Madrid) হারানোর পর বিপক্ষ দলের সমর্থকদের ব্যঙ্গ করলেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)। অ্যাটলেটিকো মাদ্রিদ এখনও পর্যন্ত একবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। অন্যদিকে, সর্বাধিক ১৫ বার ইউরোপের সেরা প্রতিযোগিতা জিতেছে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের দিকে সেই ইঙ্গিত করেই ব্যঙ্গ করলেন ভিনি। বুধবার রাতে মাদ্রিদ ডার্বিতে একাধিক বিতর্কিত ঘটনা দেখা যায়। রেফারির সিদ্ধান্ত নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়, তেমনই অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকরা ভিনিকে কটূক্তি করেন। তখনই পাল্টা তাঁদের ব্যঙ্গ করেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল।
পেনাল্টি নষ্ট ভিনির
রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের দ্বিতীয় লেগের ম্যাচে ১-০ জয় পেয়েছে অ্যাটলেটিকো। প্রথম লেগে ২-১ জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ফলে দুই লেগ মিলিয়ে লড়াই ২-২ হয়। এরপর টাইব্রেকারে ৪-২ জয় পায় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিনি। এরপরেই তাঁকে তুলে নেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি। ভিনি যখন রিজার্ভ বেঞ্চের দিকে যাচ্ছিলেন, তখনই তাঁকে কটূক্তি করেন অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকরা। পাল্টা তাঁদের ব্যঙ্গ করেন ভিনি। এ প্রসঙ্গে অ্যান্সেলোত্তি বলেছেন, ‘আগেই ঠিক হয়েছিল, ভিনি পেনাল্টি নেবে। দুর্ভাগ্যজনকভাবে ও পেনাল্টি নষ্ট করে। ও পেনাল্টি শ্যুটআআউটে শট নিত না। ও অত্যন্ত ক্লান্ত ছিল। এই কারণে ও নিজেই পরিবর্তনের কথা বলে।’
জুলিয়ান আলভারেজের গোল বাতিল
টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজের গোল বাতিল হয়। তিনি শট নেওয়ার সময় পা হড়কে যায়। ফলে বলে দু'বার পা লাগে। এই কারণে গোল বাতিল হয়। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের দাবি, আলভারেজকে ফের শট নেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
