সংক্ষিপ্ত

ইউরো কাপে বরাবরই শক্তিশালী দল নেদারল্যান্ডস। ইউরোপের অন্য দেশগুলি শক্তি ও গতির উপর নির্ভর করে ফুটবল খেললেও, নেদারল্যান্ডস বরাবরই দৃষ্টিনন্দন ফুটবলের উপর জোর দেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ জয় ছিনিয়ে নিল নেদারল্যান্ডস। রবিবার ম্যাচের ১৬ মিনিটে কর্নার থেকে অসাধারণ হেডে গোল করে পোল্যান্ডকে এগিয়ে দেন অ্যাডাম বাকসা। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি পোলিশরা। ২৯ মিনিটে বক্সের উপর থেকে জোরালো শটে গোল করেন কডি গাকপো। তাঁর শট অবশ্য পোল্যান্ডের স্যালামনের গায়ে লেগে দিক পরিবর্তন করে। প্রথমার্ধে আর গোল হয়নি। ম্যাচের শেষদিকে ডাচ কোচ রোনাল্ড কোম্যানের একটি পরিবর্তনই পার্থক্য গড়ে দেয়। ৮১ মিনিটে মেমফিস ডিপের পরিবর্তে মাঠে নামেন উট উইঘর্স্ট। তিনি মাঠে নামার ২ মিনিটের মধ্যেই বাঁ পায়ের দুরন্ত শটে জাল কাঁপিয়ে দেন। ফলে জয় দিয়ে এবারের ইউরো কাপ অভিযান শুরু করল ডাচ ব্রিগেড।

লড়াই করেও হার পোলিশদের

মিকাল প্রোবিয়ার্জ প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনও ম্যাচে হেরে গেল পোল্যান্ড। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারেননি পোল্যান্ডের প্রধান ভরসা রবার্ট লেওয়ানডস্কি। তাঁর অনুপস্থিতিতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাচ্ছিল নেদারল্যান্ডস। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন গাকপো। তবে সে যাত্রায় পোল্যান্ডের পতন রোধ করেন গোলকিপার উজসিয়েচ স্কেজেনসি। এরপর বক্সের মধ্যে জের্ডি শ্যুটেনের কাছ থেকে স্কোয়ার পাস পেয়েও ঠিকমতো শট নিতে পারেননি টিজানি রেইন্ডার্স। ১৬ মিনিটে এগিয়ে যাওয়ার পর অবশ্য জয়ের আশায় ছিল পোলিশরা। কিন্তু সেই আশা পূর্ণ হল না।

গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নেদারল্যান্ডসের

লেওয়ানডস্কি-হীন পোল্যান্ডকে পেয়েও বড় ব্যবধানে জিততে পারল না নেদারল্যান্ডস। তবে যে কোনও প্রতিযোগিতারই প্রথম ম্যাচ কঠিন। ফলে এদিন ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় স্বস্তিতে ডাচ ব্রিগেড। পরের ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে জয় পেতে গেলে অবশ্য অনেক ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA Euro 2024: স্কটল্যান্ডকে ৫ গোল দিয়ে দেশের মাটিতে ইউরো কাপ শুরু জার্মানির

UEFA EURO 2024 Exclusive: 'আমরা আশাবাদী ফের খেতাব জিতব,' বলছেন ইতালির বাঙালি ফুটবলপ্রেমী

Christian Eriksen: গতবারের দুঃস্বপ্ন অতীত, ফের ইউরো কাপে খেলছেন ক্রিশ্চিয়ান এরিকসেন