সংক্ষিপ্ত

  • ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম দিনই দাপট ভারতের
  • প্রথম দুটি সিঙ্গেলস ম্যাচে দাপুটে জয় রামকুমার ও সুমিতের
  • শনিবার ডাবলসের ম্যাচে কোর্টে নামছে লিয়েন্ডার পেজ

অনেক বিতর্ক হয়েছিল ম্যাচটা নিয়ে। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় দলের খেলোয়াড়ারা পাকিস্তানে যেতে চাইলেন না। ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হল। প্রতিবাদে পাকিস্তানের সিনিয়র খেলোয়াড়রা নাম তুলে নিলেন। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল নির্বাচন নিয়ে বিতর্ক। তবে সব সরিয়ে রেখে নুর সুলতানে শুক্রবার শুরু হল ভারত পাকিস্তানের ডেভিস কাপের লড়াই। আর প্রথম দিনই টিম ইন্ডিয়ার দাপটে খর কুটোর মত উড়ে গেল পাকিস্তান। শুক্রবার হল দুটি সিঙ্গেলস ম্যাচ। দুটিতেই দাপুটে জয় ভারতের। 

 

 

আরও পড়ুন - সকালে সমন পাঠালো পুলিশ, বিকেলে এক ওভারে হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট অভিমন্যুর

দিনের শুরুটা করলেন ভারতের রামকুমার রামনাথ। বয়সে প্রায় অর্ধেক পাকিস্তানের তরুণ খেলোয়াড় মহম্মদ শোয়েবকে মাত্র ৪২ মিনিটে হারালেন রামকুমার। ম্যাচের ফল, ৬-০, ৬-০। এরপর দ্বিতীয় সিঙ্গেলস ম্যাচ খেলতে কোর্টে নামলেন সুমিত। তাঁর প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের আব্দুল রহমান। প্রথম সেটে তিনিও দাঁড়াতে পারলেন না সুমিতের সামনে। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেন, তাতে অবশ্য খেলার ফল বদলের মত কিছু হল না। ৬-০, ৬-২ তে ম্যাচ জিতে নিলেন সুমিত। প্রথম দিন এমন দাপুটে পারফরম্যান্স করে স্বভাবতই খুশি ভারতীয় শিবির। সবাই এখন তাকিয়ে শনিবার সকালের দিকে। কারণ শনিবার কোর্টে নামতে চলেছেন লিয়েন্ডার। 

আরও পড়ুন - শনিবার শুরু আইলিগ, প্রথম ম্যাচ থেকেই তিন পয়েন্টে ফোকাস বাগান কোচ কিভুর

শনিবার ডাবলসের ম্যাচে পাকিস্তানের জুটির বিরুদ্ধে নামবেন লিয়েন্ডার পেজ ও তরুণ খেলোয়াড় জীবন। তৃতীয় ম্যাচে জয় ভারতীয় দলকে ক্রোয়েশিয়া যাওয়ার কিটিক এনে দেবে। ভারতীয় টেনিস মহল মনে করছে এই জয় সময়ের অপেক্ষা। লিয়েন্ডার জিততে পারলে ডেভিস কাপের ইতিহাসে ৪৩ তম ডাবল ম্যাচে জয় তুলে নেবেন লি। এখন ৪২ টি জয় নিয়ে তিনিই আছেন শীর্ষে। এরআগে পাকিস্তানের সঙ্গে ছয় বার ডেভিস কাপে দেখা হয়েছে ভারতে। একবারও টিম ইন্ডিয়াকে হারেতে পারেনি পাকিস্তান। সেই ধারা বজায় থাকছে এই বছরও। 

আরও পড়ুন - টানা ব্যর্থতার ফল, চাকরি গেল আর্সেনাল কোচ উনাই এমেরির