Neeraj Chopra: টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) আগে থেকেই পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিমের (Arshad Nadeem) সঙ্গে নীরজ চোপড়ার লড়াই চলছে। এবার ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এই অ্যাথলিট সম্পর্কে নিজের মতামত জানিয়ে দিলেন নীরজ।

Neeraj Chopra on Arshad Nadeem: পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পর নিজের টুর্নামেন্ট থেকে পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিমকে (Arshad Nadeem) বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন। এবার তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ভারতের সর্বকালের অন্যতম সফল অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। দোহা ডায়মন্ড লিগ (Doha Diamond League) শুরু হওয়ার আগে সাংবাদিক বৈঠকে নীরজ বলেছেন, ‘আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, নাদিমের সঙ্গে আমার বিশেষ করে ঘনিষ্ঠ কোনও সম্পর্ক নেই। আমরা কোনওদিনই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না। বর্তমান পরিস্থিতির কারণে কিছুই আর আগের মতো হবে না। যদি কেউ আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেন, তাহলে আমি সবসময় সম্মানজনকভাবেই কথা বলি। অ্যাথলিট হিসেবে আমরা সাধারণভাবে কথা বলি। আমাদের কথা বলতেই হয়। বিশ্বজুড়ে অ্যাথলেটিক্স সম্প্রদায়ে আমার অনেক ভালো বন্ধু আছে। শুধু জ্যাভলিনেই নয়, অন্য ইভেন্টেও আমার বন্ধু আছে। জ্যাভলিনে সবাই একে অপরকে সাহায্য করে। সবাই নিজের দেশের হয়ে লড়াই করে এবং নিজেদের সেরাটা দেয়।’

নীরজের সঙ্গে নাদিমের সম্পর্ক নিয়ে চর্চা

২৪ মে বেঙ্গালুরুতে ‘নীরজ চোপড়া ক্লাসিক’-এর (Neeraj Chopra Classic) প্রথম সংস্করণ শুরু হওয়ার কথা ছিল। এই টুর্নামেন্টে নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। যা নিয়ে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর তীব্র বিতর্ক হয়। পাকিস্তানিদের ভিসা বাতিল হওয়ার পর অবশ্য নীরজ জানিয়ে দেন, তিনি নাদিমকে বাদ দিয়েই এই টুর্নামেন্ট আয়োজন করবেন। ভারত-পাকিস্তান সংঘর্ষের (India-Pakistan Conflict) পরিপ্রেক্ষিতে নীরজের এই টুর্নামেন্ট আপাতত স্থগিত। এরই মধ্যে নাদিমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীরজ

নাদিমের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই নীরজের

২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় (Jakarta) এশিয়ান গেমস (2018 Asian Games) থেকেই নাদিমের সঙ্গে নীরজের লড়াই চলছে। সেই এশিয়ান গেমসে দুই অ্যাথলিটই পদক জেতেন। এরপর টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) নাদিমকে টেক্কা দিয়ে সোনা জেতেন নীরজ। তবে প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) সোনা জেতেন নাদিম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।