Aryna Sabalenka: বিপক্ষের ঘরের মাঠে গিয়ে জয় হাসিল করেন সাবালেঙ্কা। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ইউএস ওপেনের মুকট জিতে নিলেন এরিনা সাবালেঙ্কা।
Aryna Sabalenka: রেকর্ড গড়লেন এরিনা সাবালেঙ্কা। নিঃসন্দেহে নয়া নজির তো বটেই। এই নিয়ে পরপর দুবার ইউএস ওপেন জিতলেন এরিনা সাবালেঙ্কা। মার্কিন এই তারকার প্রতিদ্বন্দ্বী ছিলেন আমান্ডা আনিসিমোভা। তাঁকে কার্যত, স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিলেন বেলারুশের এই মহিলা টেনিস তারকা।
দ্বিতীয়বারের জন্য ইউএস ওপেনের মুকট
বিপক্ষের ঘরের মাঠে গিয়ে জয় হাসিল করেন সাবালেঙ্কা। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ইউএস ওপেনের মুকট জিতে নিলেন এরিনা সাবালেঙ্কা। আর জয়ের পর বললেন, “হয়ত পরেরবার আরও বেশি সমর্থন পাব।”
নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে, ইউএস ওপেন ফাইনালে আনিসিমোভার বিরুদ্ধে দেড় ঘণ্টার লড়াই করেন সাবালেঙ্কা। শেষপর্যন্ত, তাঁকে পরাস্ত করে জয়ের হাসি হাসেন তিনি। সেটের ফলাফল ৬-৩, ৭-৬। এই রেজাল্ট যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দুরন্ত জয় হাসিল করেছেন বেলারুশের এই তারকা।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ম্যাচ দেখতে আসা বেশিরভাগ সমর্থকই কিন্তু ঘরের মেয়ে আনিসিমোভাকেই সমর্থন করেন। স্বাভাবিকভাবেই, সেটিও বড় চ্যালেঞ্জ ছিল সাবলাঙ্কার সামনে। কিন্তু সেইসব কিছুকে উপেক্ষা করে নিজের লক্ষ্যে অবিচল থাকলেন এরিনা সাবলাঙ্কা।
আনন্দে আত্মহারা কোচ এবং সাপোর্ট স্টাফরা
অনবদ্য টেনিস উপহার দিয়েই বাজিমাৎ করলেন তিনি। ম্যাচ জয়ের পর যেন আবেগের বিস্ফোরণ ঘটে। কোর্টের মধ্যেই হাঁটু মুড়ে বসে কেঁদে ফেলেন এরিনা সাবালেঙ্কা। তারপর সোজা দৌড়ে যান গ্যালারির দিকে। সেখানে তখন জয়ের আনন্দে আত্মহারা কোচ এবং সাপোর্ট স্টাফরা। এই জয়ের পর, কোচ তাঁকে রুপোলি রঙের একটি পোশাক উপহার দেন। এরপর তিনি প্রেমিককে চুমু খেলেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান এবং ফরাসি ওপেনের ফাইনালেও ওঠেন সাবালেঙ্কা। তবে কিছুতেই যেন জয় আসছিল না। শেষপর্যন্ত, জয় হাসিল করেই ছাড়লেন। মাত্র ১১ বছরের মধ্যে এই নিয়ে প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে টানা দুবার ইউএস ওপেন ফাইনালের শিরোপা জিতলেন সাবালেঙ্কা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
