সংক্ষিপ্ত

আন্তর্জাতিক মঞ্চে ভারতের সফলতম জিমন্যাস্ট দীপা কর্মকার। অনেক সাফল্য পেয়েছেন ত্রিপুরার আগরতলার এই জিমন্যাস্ট। তবে তাঁর পক্ষে অলিম্পিক্সে পদক জেতা সম্ভব হয়নি।

২০১৬ সালে রিও অলিম্পিক্সের পর এক সাক্ষাৎকারে দীপা কর্মকার জানিয়েছিলেন, তিনি ২০২০ সালে টোকিও অলিম্পিক্সে সোনা জিততে চান। তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী জানিয়েছিলেন, তাঁরা হ্যান্ডস্প্রিংয়ের এক নতুন ধরনের ভল্টের জন্য অনুশীলন করছেন। এই ভল্ট 'কর্মকার ভল্ট' নামে পরিচিত হবে। কিন্তু পরপর ধাক্কায় যাবতীয় পরিকল্পনা ভেস্তে গেল। দীপার চোট, করোনাভাইরাস অতিমারী, নিষিদ্ধ বস্তু সেবনের দায়ে নির্বাসন, সবমিলিয়ে গত কয়েক বছরে ম্যাটে এবং ম্যাটের বাইরে দীপার সময়টা খুব একটা ভালো যায়নি। এ বছরের মে মাসে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সোমবার হঠাৎ জিমন্যাস্টিক্স থেকে অবসর ঘোষণা করে দিলেন দীপা।

হঠাৎ কেন দীপার অবসর ঘোষণা?

এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দীপার কোচ জানালেন, 'অফিসের কাজ সামলে দীপার পক্ষে আর জিমন্যাস্টিক্স চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। ওর পক্ষে আর অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের জন্য লড়াই করা সম্ভব ছিল না। এই কারণেই অবসরের সিদ্ধান্ত নিল। এবার ও কোচিংয়ে আসবে। ত্রিপুরা রাজ্য সরকারের কাছে আমার আবেদন, দীপাকে যেন কোচিংয়ে ব্যবহার করা হয়।' দীপার বাবা দুলাল কর্মকার জানালেন, 'চোটের জন্যই দীপা এই সিদ্ধান্ত নিল। বারবার চোট পাওয়ায় ওর মন খারাপ হয়ে গিয়েছিল। এই কারণেই ও জিমন্যাস্টিক্স থেকে সরে এল। এবার ও কী করবে জানি না। ও নিজেই সিদ্ধান্ত নেবে। ও ত্রিপুরা রাজ্য ক্রীড়া দফতরের ডেপুটি ডিরেক্টর। অফিসের কাজ চালিয়ে যাবে। কোচিংয়ে আসবে কি না জানি না। ওর কোচ বলতে পারবেন।'

বিয়ের কথা ভাবছে দীপার পরিবার

দীপার কোচ জানালেন, 'কোচের দায়িত্ব বাবা-মায়ের চেয়েও বেশি। এবার আমাকে ছেলে খুঁজতে হবে। দীপার বিয়ের ব্যবস্থা করতে হবে।' দীপার বাবা জানালেন, 'দীপার বিয়ের জন্য তো প্রস্তাব আসছে। আমরা এবার এ বিষয়ে সিদ্ধান্ত নেব।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Dipa Karmakar: 'কোচ বলেছিলেন এবার ডু-অর-ডাই, মেডেল আনতেই হবে,' জানালেন দীপার বাবা

'সাইন অফ ফ্রম দ্য ম্যাট'- জিমানিস্টিককে চিরবিদায় জানাচ্ছেন দীপা কর্মকার, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা তারকার

রিও অলিম্পিক্সের পর সাফল্য নেই, নির্বাসিত হয়ে কেরিয়ার প্রায় শেষ দীপা কর্মকারের