বিশ্বের ২ নম্বরকে উড়িয়ে দিলেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের আরও কাছে সিন্ধু
PV Sindhu: গত কয়েক বছরে চোটের জন্য পিছিয়ে পড়েছিলেন। তবে বিয়ের পর এবার ছন্দ ফিরে পেয়েছেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। তিনি ফের আন্তর্জাতিক স্তরে সাফল্য পাচ্ছেন।

বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা চিনা শাটলারকে উড়িয়ে দিলেন পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুর অসাধারণ পারফরম্যান্স
ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছন্দ বজায় রেখে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সফলতম মহিলা শাটলার পি ভি সিন্ধু। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ে দু'নম্বরে থাকা চিনা শাটলার ওয়াং ঝি ই-কে সহজেই হারিয়ে দিলেন সিন্ধু। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৭, ২১-১৫। এই জয়ের ফলে পদক জয়ের আরও কাছে পৌঁছে গেলেন সিন্ধু। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ পদক জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন।
KNOW
গত বছর প্যারিস অলিম্পিক্সে পদক না পেলেও, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফর্মে সিন্ধু
প্যারিসে ফর্মে সিন্ধু
২০২১ সালের পর প্রথমবার ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু। ৩০ বছর বয়সি এই শাটলার সেরা ফর্মের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ চিনা শাটলার চলতি মরসুমে অন্যতম ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার তাঁকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন সিন্ধু। এই ছন্দ ধরে রাখতে পারলে ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিততে পারেন তিনি।
শুক্রবার কোয়ার্টার ফাইনালে জয় পেলেই পদক নিশ্চিত করে ফেলবেন সিন্ধু
শুক্রবার শেষ আটের লড়াই
শুক্রবার ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার শাটলার পুত্রী কুসুমা ওয়ার্দানির মুখোমুখি হবেন সিন্ধু। তিনি এই প্রতিযোগিতায় ১৫ নম্বর বাছাই। ওয়ার্দানি ৯ নম্বর বাছাই। তবে বিশ্বের দু'নম্বর খেলোয়াড়কে উড়িয়ে দেওয়ার পর কোয়ার্টার ফাইনালেও জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী সিন্ধু। তিনি কোয়ার্টার ফাইনালে জয় পেলেই এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয় নিশ্চিত করে ফেলবেন।
নতুন করে ফিটনেস সংক্রান্ত সমস্যা না হলে পদক জিততে পারেন পি ভি সিন্ধু
পদক জয়ের পথে সিন্ধু
২০১৬ সালে রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন পি ভি সিন্ধু। তিনি ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেই ফর্ম ফিরে পেয়েছেন সিন্ধু। তিনি কোনও প্রতিপক্ষকেই রেয়াত করছেন না। খাতায়-কলমে এগিয়ে থাকা প্রতিপক্ষদের হারিয়ে পদক জয়ের খুব কাছে পৌঁছে গেলেন সিন্ধু। তিনি এখান থেকে আর খালি হাতে ফিরতে চাইছেন না।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত চিনা শাটলারদের বিরুদ্ধে অপরাজিত সিন্ধু
চিনের যম সিন্ধু
বিশ্ব চ্যাম্পিয়নশিপসে এখনও পর্যন্ত চিনের ব্যাডমিন্টন খেলোয়াড়দের বিরুদ্ধে আট ম্যাচে জয় পেয়েছেন পি ভি সিন্ধু। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপসে চিনা প্রতিপক্ষদের বিরুদ্ধে কোনও ম্যাচেই হারেননি। এই রেকর্ড বজায় রাখতে পারলে বিশ্ব চ্যাম্পিয়নশিপসে ষষ্ঠ পদক জিততে পারেন সিন্ধু। তিনি যে ফর্মে আছেন, তাতে এবার প্যারিসে পদক জিততেই পারেন।
খাতায়-কলমে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপসে খেলতে নেমে পদক জয়ের কাছে সিন্ধু
আন্ডারডগ হিসেবে খেলতে নেমে পদক জয়ের কাছে সিন্ধু
এবারের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপসের শুরুতে ছন্দে ছিলেন না পি ভি সিন্ধু। তবে এই টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই ফর্ম ফিরে পাচ্ছেন এই হায়দরাবাদী শাটলার। তিনি ছন্দ না হারালে শুক্রবার কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেতে পারেন। তবে শুধু এই ম্যাচ জেতাই নয়, প্যারিস থেকে সোনা নিয়েই দেশে ফিরতে চান সিন্ধু।

