সংক্ষিপ্ত

নীরজ চোপড়া ডায়মন্ড লিগ ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন। তিনি ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন। তবে এই তালিকায় নেই পাকিস্তানের স্বর্ণজয়ী আর্শাদ নাদিম।

ডায়মন্ড লিগ ফাইনালের যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হতে চলেছে এবারের ডায়মন্ড লিগ ফাইনাল। ১৩ ও ১৪ সেপ্টেম্বর হবে এই প্রতিযোগিতা। জুরিখ ডায়মন্ড লিগের পর ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নীরজ। এই কারণেই তিনি ডায়মন্ড লিগ ফাইনালের যোগ্যতা অর্জন করলেন। ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রেনাডার অ্যাথলিট অ্যান্ডারসন পিটার্স। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেক প্রজাতন্ত্রের অ্যাথলিট জাকুব ভ্যাডলেখ। ১৩ পয়েন্ট নিয়ে নীরজের ঠিক পরেই আছেন মলডোভার অ্যাথলিট আন্দ্রিয়ান মারডের। ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে জাপানের রডরিক জেনকি ডিন। চলতি মরসুমে শুধু দোহা ও লুসান ডায়মন্ড লিগে যোগ দিয়েছেন নীরজ। মে মাসে দোহায় ৮৮.৮৬ মিটার থ্রো করে দ্বিতীয় হন তিনি। মাত্র ০.০২ মিটারের জন্য প্রথম হন জাকুব। লোজানেও দ্বিতীয় হন নীরজ। তবে তিনি চলতি মরসুমে ব্যক্তিগত সেরা থ্রো করেন। ৮৯.৪৯ মিটারের চেয়ে ভালো থ্রো করেই ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নীরজ।

ডায়মন্ড লিগ ফাইনালে সেরা ৬ জনের মধ্যে নেই নাদিম

ডায়মন্ড লিগ ফাইনালে যে সেরা ৬ জন অ্যাথলিট জ্যাভলিন থ্রোয়ে লড়াই করবেন, তাঁদের মধ্যে নেই পাকিস্তানের আর্শাদ নাদিম। প্যারিস অলিম্পিক্সে ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জিতেছেন নাদিম। কিন্তু তিনি ডায়মন্ড লিগে সেরা অ্যাথলিটদের তালিকায় জায়গা করে নিতে পারেননি।

চোটমুক্ত থাকাই লক্ষ্য নীরজের

বেশ কিছুদিন ধরেই কুঁচকির চোটে ভুগছেন নীরজ। ডায়মন্ড লিগ ফাইনালের পর অস্ত্রোপচার করাতে পারেন এই তারকা। আপাতত তিনি চোট নিয়েই ডায়মন্ড লিগ ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত। চ্যাম্পিয়ন হওয়াই নীরজের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মরসুমের সেরা থ্রো, অলিম্পিক্সের চেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েও ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

প্যারিসে রুপো পাওয়ার নতুন পরিকল্পনা, জ্যাভলিন থ্রোয়ে উন্নতির লক্ষ্যে নীরজ

প্যারিসে নীরজ চোপড়ার সঙ্গে সাক্ষাৎ, অভিনন্দন জানালেন সুনীল ছেত্রী