সংক্ষিপ্ত

মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে ভারতকে রুপো দিয়েছেন আশি ও সিফট। তাঁদের হাত ধরে এশিয়ান গেমসে পঞ্চম সোনা জিতল ভারত।

এশিয়ান গেমসে ভারতের সোনার দিন আজ। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতলেন সিফট কউর সামরা। সেই একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন আশি চোক্সী। এর আগে মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে ভারতকে রুপো দিয়েছেন আশি ও সিফট। তাঁদের হাত ধরে এশিয়ান গেমসে পঞ্চম সোনা জিতল ভারত।

সূত্রের খবর আশি চোক্সীর সামনে রুপো জেতার সুযোগ ছিল। শেষ শট খারাপ মারায় ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। শুরু থেকেই সিফট প্রথম ও আশি দ্বিতীয় স্থানে ছিলেন। কিন্তু নিজের শেষ শটটি খারাপ মারেন আশি। মাত্র ৮.৯ মারায় রুপোর বদলে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। আশির মোট পয়েন্ট ৪৫১.৯। সিফট কোনও ভুল করেননি। ৪৬৯.৬ পয়েন্ট নিয়ে সোনা জেতেন তিনি।

 

 

এশিয়ান গেমস ২০২৩-এর চতুর্থ দিনে সিফট হ্যাংজুতে একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেন। এর আগে, বুধবার চিনের হাংঝোতে এশিয়ান গেমসে মহিলাদের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে মনু ভাকের, ইশা সিং এবং রিদম সাংওয়ানের ভারতীয় ত্রয়ী স্বর্ণপদক জিতেছিল। উল্লেখ্য, শুটিং ৩ পজিশনসে মূলত তিনটি অবস্থা থেকে লক্ষ্যভেদ করতে হয় শুটারদের। প্রথমটি হল নিলিং (হাঁটু মুড়ে বসা)। দ্বিতীয়টি প্রোন (পেটে ভর দিয়ে শুয়ে থাকা)। তৃতীয় পজিশন স্ট্যান্ডিং (দাঁড়িয়ে থাকা)। নিলিংয়ে প্রথমে তিনটি রাউন্ড হয়। প্রোনেও হয় তিনটি রাউন্ড। স্ট্যান্ডিংয়ে শুরু হয় নকআউট।

নিলিংয়ে তিনটি শটে ৫০.৪, ৫১.৭ ও ৫২.৫ অর্থাৎ, মোট ১৫৪.৬ স্কোর করেন সিফট। প্রোনের তিনটি রাউন্ডে ৫২.৬, ৫২.৯ ও ৬৩.০ অর্থাৎ, মোট ১৭২.৫ স্কোর করেন তিনি। দু’টি বিভাগ মিলিয়ে সিফটের স্কোর হয় ৩১২.৫। ৪৬৯.৬ পয়েন্টের স্কোর নিয়ে, সিফট শুধুমাত্র স্বর্ণপদকই জয় করেনি বরং বিশ্ব রেকর্ড, এশিয়ান রেকর্ড এবং এশিয়ান গেমসের রেকর্ডও ভেঙেছেন। এর আগে বিশ্ব রেকর্ডটি গ্রেট ব্রিটেনের দখলে, এশিয়ান রেকর্ডটি চিনের দখলে এবং এশিয়ান গেমসের রেকর্ডটি আগে মঙ্গোলিয়ার দখলে ছিল। ৪৬২.৩ পয়েন্ট নিয়ে রৌপ্য পদক জিতেছেন চিনের কিয়াংইউ ঝাং। ভারত বর্তমানে এই ইভেন্টে শুটিংয়ে তার নবম পদক এবং হ্যাংজু এশিয়ান গেমসে সামগ্রিকভাবে পঞ্চম স্বর্ণপদক পেয়েছে।