Lakshya Sen: বেশ কিছুদিন ধরে সাফল্য পাচ্ছিলেন না ভারতের তরুণ ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। মাঠের বাইরেও তিনি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তবে এবার যাবতীয় বিতর্ক, ব্যর্থতা দূর করে সাফল্য পেলেন লক্ষ্য।
KNOW
Australian Open Super 500: ট্রফির খরা কাটিয়ে সাফল্য পেলেন ভারতের অন্যতম সেরা পুরুষ ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন (Lakshya Sen)। রবিবার সিডনিতে (Sydney) অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলেন লক্ষ্য। তিনি এদিন ফাইনালে জাপানের (Japan) শাটলার ইয়ুশি তানাকার (Yushi Tanaka) বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় পান লক্ষ্য। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৫, ২১-১১। একপেশে ফাইনালে জয় পেলেন ভারতীয় তারকা। জাপানি শাটলার বিশেষ লড়াই করতে পারেননি। এই নিয়ে তৃতীয়বার সুপার ৫০০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন লক্ষ্য। তিনি চলতি বছরে প্রথমবার খেতাব জিতলেন। এর আগে হংকংয়ে (Hong Kong) ফাইনালে পৌঁছে গেলেও, হার মানতে হয় তাঁকে। তবে সিডনিতে অসাধারণ লড়াই করে সাফল্য পেলেন লক্ষ্য। তিনি এক সপ্তাহ করে কঠোর পরিশ্রম করেছেন। রবিবার তারই সুফল পেলেন।
ক্লান্তি জয় করে জয় লক্ষ্যর
শনিবার সেমি-ফাইনালে ৮৫ মিনিট ধরে লড়াই করে জয় পেতে হয় লক্ষ্যকে। এরপর ফাইনালে ক্লান্তি নিয়ে তিনি কতটা লড়াই করতে পারবেন, তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। তবে ফাইনালে দেখা গেল, ক্লান্তি কোনওভাবেই লক্ষ্যকে গ্রাস করতে পারেনি। তিনি দাপট দেখিয়ে জয় পেলেন। তানাকা সহজ প্রতিপক্ষই ছিলেন। এই জাপানি শাটলার বারবার ভুল করতে থাকেন। তিনি ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। সেই তুলনায় অনেক ভালো পারফরম্যান্স দেখান লক্ষ্য। তিনি খুব বেশি ভুল করেননি। তানাকার ভুলের সুযোগ নিয়ে জয়ের দিকে এগিয়ে যান লক্ষ্য। তিনি প্রতিপক্ষকে বারবার ভুল করতে বাধ্য করেন। তাঁর পাতা ফাঁদে পা দেন তানাকা।
বছরের শেষে ফর্মে ফিরলেন লক্ষ্য
চলতি বছরে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের (World Tour Finals) যোগ্যতা অর্জন করতে পারছেন না লক্ষ্য। কারণ, তিনি রবিবারই এ বছরের প্রথম খেতাব জিতলেন। বছরের শেষে ফর্মে ফিরলেন লক্ষ্য। তিনি এবার ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে যেতে চান। আগামী দিনেও সাফল্য পেতে চান তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


