Kolkata Marathon 2025: কলকাতার অন্যতম সেরা একটি প্রিমিয়ার রানিং ফেস্টিভ্যাল। আর সেই উপলক্ষ্যেই শুক্রবার, কলকাতার এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল একটি মেগা ইভেন্ট লঞ্চ অনুষ্ঠান। 

Kolkata Marathon 2025: আসছে কলকাতা ম্যারাথন। জয় বালাজি গ্রুপের উদ্যোগে আগামী ৩০ নভেম্বর, কলকাতার রেড রোড থেকে শুরু হবে এই মেগা দৌড় প্রতিযোগিতা। এবার ১০ বছরে পা দিতে চলেছে তাদের এই উদ্যোগ।

নিঃসন্দেহে কলকাতার অন্যতম সেরা একটি প্রিমিয়ার রানিং ফেস্টিভ্যাল। আর সেই উপলক্ষ্যেই শুক্রবার, কলকাতার এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল একটি মেগা ইভেন্ট লঞ্চ অনুষ্ঠান। সবথেকে বড় বিষয়, জয় বালাজি গ্রুপের উদ্যোগে আয়োজিত এই কলকাতা ম্যারাথন ফিলানোথ্রপিক মিশনের একটি অংশও বটে।

বিশ্ব প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

এই কর্মকাণ্ডর মাধ্যমে যে ফান্ড উঠে আসবে, তা আগামীদিনে ভারতের প্যারা আথলিটদের সাহায্যার্থে ব্যবহার করা হবে। যারা এই বছর, বিশ্ব প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। যে প্রতিযোগিতাটি আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে দিল্লীতে।

তাই আগামী ৩০ নভেম্বরের এই কলকাতা ম্যারাথন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়। বরং, আমাদের দেশের প্যারা আথলিটদের জন্য একটি সেলিব্রেশন। উদ্যোক্তারা আশা করছেন, মোট ১৫,০০০ প্রতিযোগী আসন্ন এই কলকাতা ম্যারাথনে অংশ নেবেন।

কোন কোন বিভাগ রয়েছে?

এলিট ১০কিমি, হাফ ম্যারাথন-২১.১ কিমি, ওপেন ১০ কিমি, ৫ কিমি-ফিলস লাইক জয় রান, স্পেশ্যাল হিরোজ-৩ কিমি এবং কজপ্লে রান।

শুক্রবারের এই কলকাতা ম্যারাথনের মেগা লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন জয় বালাজি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান আদিত্য জাজোদিয়া, ভারতের প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট দেবেন্দ্র ঝাঝারিয়া, সিইও রাহুল স্বামী, কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদক কুসুম কুমার দ্বিবেদি এবং আইরিস হসপিটালের চিফ অপারেটিং অফিসার সুজয় দেব বর্মণ সহ আরও অনেকে।

এছাড়া বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন দেশের পাঁচজন রত্ন। যারা প্যারালিম্পিকে ভারতের নাম উজ্জ্বল করেছেন। তারা হলেন রুদ্রাংশ খান্ডেলওয়াল, যিনি এশিয়ান প্যারা গেমসে দুবার সিলভার জিতেছেন। উপস্থিত ছিলেন সুচিত্রা পারিদা। মহিলাদের টি-৫৫ জ্যাভলিন থ্রো-তে তিনি আন্তর্জাতিক স্তরে পদক জিতেছেন এবং জাতীয় স্তরেও তাঁর একাধিক রেকর্ড রয়েছে।

অন্যদিকে, শ্রেয়াংশ ত্রিবেদী এদিন কলকাতা ম্যারাথনের মেগা লঞ্চ ইভেন্টে আসেন। তিনিও এশিয়ান প্যারা গেমসে এবং জাতীয় স্তরে পদক জিতেছেন। শুধু তাই নয়, রাকেশ ভাটের কথাও বলতেই হয়। তিনি আবার আন্তর্জাতিক গ্রা-পিতে পদক জিতেছেন। আর ছিলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। যিনি হাই জাম্পে দেশের হয়ে তিনবার পদক জিতেছেন।

উদ্যোক্তারা কী বলছেন?

এদিন এই ইভেন্টের সঙ্গে যুক্ত স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা স্পোর্টিজের সিইও এবং প্রতিষ্ঠাতা নিশান্ত মহেশ্বরী বলেন, "সাধারণ ট্রায়াল রান থেকে শুরু করে একটি মার্কি স্পোর্টিং ফেস্টিভ্যাল! জেবিজি কলকাতা ম্যারাথনের যাত্রা এই শহরের স্থিতিস্থাপকতার একটি আদর্শ প্রতিফলন। এই দশম সংস্করণটি এবার রেড রোড থেকে শুরু হবে। ১৫,০০০-এরও বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন এই ম্যারাথনে। তাই একটি স্মরণীয় ইভেন্ট হতে চলেছে এটি। আমাদের টাইটেল স্পনসর, জয় বালাজি গ্রুপের তরফ থেকে এই অসাধারণ সাপোর্ট পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। ভারতের প্যারা অ্যাথলিটদের জন্য এই মাইলফলককে উৎসর্গ করতে পেরে আমরা ভীষণভাবেই গর্বিত।”

অন্যদিকে, জয় বালাজি গ্রুপের ডিরেক্টর গৌরব জাজোদিয়া জানান, “জয় বালাজি গ্রুপের তরফ থেকে আমরা জেবিজি কলকাতা ম্যারাথনের দশম বার্ষিকীতে সাপোর্ট করতে পেরে ভীষণ আনন্দিত। এই ইভেন্টটি ফিট ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গেও জড়িত। যা প্রমাণ করে যে, ফিটনেস আসলে সকলের জন্য দরকার। তা শুধুমাত্র ক্রীড়াবিদদের জন্য নয়। দৌড়ের বাইরেও ম্যারাথনের স্থিতিস্থাপকতা এবং ব্যাপকতা রয়েছে। কারণ, তা আসলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং মানুষকে একত্রিত করে তোলে।”

ভারতের প্যারালিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়ার কথায়, “আমরা জয় বালাজি গ্রুপের সঙ্গে এই মর্যাদাপূর্ণ জেবিজি কলকাতা ম্যারাথনের পার্টনার হতে পেরে খুবই খুশি। এই সহযোগিতা আমাদের অন্তর্নিহিততা, স্থিতিস্থাপকতা এবং খেলাধুলার প্রকৃত চেতনাকে প্রচার করার জন্য যৌথ দৃষ্টিভঙ্গির একটি বাস্তব প্রতিফলন। আমরা গোটা ভারত জুড়ে একটি স্বাস্থ্যকর এবং আরও বেশি অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে জয় বালাজি গ্রুপ ও স্পোর্টিজের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।